শেষ আপডেট: 6th January 2025 23:02
দ্য ওয়াল ব্যুরো: গাড়ির ঋনের টাকা মেটাতে পারছিলেন না। তাই এজেন্টদের হাত থেকে বাঁচতে রাতারাতি গাড়ির নম্বর প্লেট বদলে দিয়েছিলেন। এবার আসল নম্বরের গাড়ি আসতেই পুরো বিষয়ের পর্দাফাঁস হল। জালিয়াতি করে ভুল নম্বর প্লেট বানানোয় গাড়ি মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হল। সোমবার এমনি ঘটনা ঘটল মুম্বইয়ের তাজ হোটেলের সামনে।
সোমবার তাজমহল প্যালেস হোটেলের নিরাপত্তারক্ষীদের নজরে আসে বিষয়টি। জানা গেছে দুই গাড়ির মালিক পেশায় ক্যাব ড্রাইভার। মহারাষ্ট্রের ভিন্ন প্রান্তে গাড়ি চালাতেন দু'জন। এদিন আচমকা যাত্রীদের হোটেলে নামাতে এসে ঘটে যায় বিপদ। দু'জনেরই বিষয়টা নজর এড়িয়ে গেলেও নিরাপত্তারক্ষীদের দেখতে কোনও ভুল হয়নি। একই নম্বর প্লেটের দুই গাড়ি দেখে খবর দেওয়া হয় পুলিশকে।
২০০৮ সালে মুম্বই হামলার পর থেকেই তাজ হোটেলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। সেখানে সবসময় কড়া নজর থাকে প্রশাসনের। সোমবার দুপুরে বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াতে বেশি সময় লাগেনি। পরে জানা যায় গাড়ির আসল মালিকের নাম সাকির আলি। তাঁর গাড়ির নম্বর MH01EE২৩৮৮। তিনিই নম্বরের আসল মালিক। অন্যদিকে, অপর চালকের গাড়ি নম্বর ছিল MH01EE২৩৮৩। জানা গেছে অভিযুক্ত চালক ঋনের টাকা মেটাতে না পেরে তাঁর গাড়ির শেষের '৩' নম্বর বদলে '৮' করে দেন।
সাকির আলির অভিযোগ, প্রতি সপ্তাহে ওই গাড়ির জন্য অনেক ক্ষতি হচ্ছে তাঁর। একই নম্বরের কারণে তাঁর মোবাইলে একাধিক জরিমানার কেস আসছে। তাঁর অভিযোগ যে রাস্তায় তিনি কখনও যাননি সেই রাস্তায় ট্রাফিক আইন ভাঙার জন্য জরিমানাও ভরতে হয়েছে। জানা যায়, এর আগেও আলির সঙ্গে কাজ করা এক চালক বান্দ্রায় গাড়িটি দেখেছিলেন এবং সেটির ছবিও তুলেছিলেন। কিন্তু তখন গাড়িটিকে ধরা যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে কোলাবা থানার পুলিশ। আলি পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত চালককে আগে তিনি দেখেননি, চেনেনও না। কিন্তু তাঁর জন্য জরিমানা ভরতে ভরতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাঁর। সোমবার তাজ হোটেলের সামনে পুরো বিষয় স্পষ্ট হয়ে যায়। অভিযোগ, এদিন নিরাপত্তারক্ষীরা মিথ্যে নম্বর প্লেটের গাড়ির মালিককে আটকাতে গেলে গাড়ি নিয়ে সে চম্পট দেয় বলে অভিযোগ। পরে পুলিশ অভিযুক্তকে গ্ৰেফতার করে কোলাবা থানায় নিয়ে আসে। অভিযুক্তর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে বলে খবর।