দ্য ওয়াল ব্যুরো: ভারতে ফিরে এনআইএ-র হেফাজতে আছেন ২৬/১১ মুম্বই সন্ত্রাস হামলার অন্যতম মূল অভিযুক্ত তাহাউর রানা। প্রত্যর্পণের পর বৃহস্পতিবার তিনি দিল্লি এসে পৌঁছন। তবে দীর্ঘদিন ধরেই রানা নিজেকে প্রত্যর্পণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু সমস্ত আইনি পথ শেষ হয়ে যাওয়ার পরে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তাঁর আইনজীবীর সব যুক্তি খারিজ করে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেয়।
৩৩টি অসুস্থতা ও নির্যাতনের আশঙ্কার দাবি
২০২৫ সালের ২১ জানুয়ারি, তাহাওয়ার রানার আইনজীবী জন ডি ক্লাইন মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এক চিঠি জমা দেন, যেখানে তিনি রানার ৩৩টি শারীরিক অসুস্থতার তালিকা জমা দেন এবং দাবি করেন, ভারতীয় জেলে রানা নির্যাতনের শিকার হতে পারেন। তাঁকে খুন পর্যন্ত করা হতে পারে।
সেই চিঠিতে আরও বলা হয়, রানার শারীরিক অবস্থা এমনিতেই দুর্বল এবং তিনি পারকিনসন্স ডিজিজ, কিডনি ডিজিজ, ব্লাডার ক্যানসারের আশঙ্কা, স্মৃতিভ্রংশতা, হাইপোথার্মিয়া-সহ নানা অসুখে ভুগছেন।
তাঁর আরও অভিযোগ ছিল, রানা একজন মুসলিম এবং পাকিস্তানি বংশোদ্ভূত। তাই ভারতের মতো দেশে তাঁকে নির্যাতনের মুখে পড়তে হবে। বিশেষ করে তিনি যেহেতু ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাস হামলার অভিযুক্ত, তাঁর পক্ষে ভারত আরও কঠিন ঠাঁই। চিঠিতে বলা হয়েছিল, ভারতীয় জেল ব্যবস্থা অমানবিক এবং সেখানে রানা বিচারাধীন অবস্থাতেই মারা যেতে বা খুন হতে পারেন।