শেষ আপডেট: 4th November 2024 19:02
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মারলেনার বাসভবনের সামনে নোংরা জল ঢেলে বিক্ষোভ দেখিয়েছিলেন বিক্ষুব্ধ আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ট্যাঙ্কার ভর্তি নোংরা জল নিয়ে এসে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড় করিয়ে দেবেন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার দিল্লির উধমনগরের আপ বিধায়কের বিতর্কিত মন্তব্যের জন্য নরেশ বালনাকে এক হাত নিলেন স্বাতী।
আপ বিধায়ক জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাঁর এলাকায় রাস্তাঘাট বলিউড অভিনেত্রী হেমা মালিনীর গালের মত চকচক করবে। সম্প্রতি ফেসবুকে সেই পোস্ট ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। ‘নারী বিরোধী’ মন্তব্যের কারণে নিজের দলের বিধায়ককেই আক্রমণ করেছেন স্বাতী।
নিজের এক্স হ্যান্ডেলে তাঁর অভিযোগ, উধমনগরের আপ বিধায়কের দাবি নারীদের অপমানের শ্রেষ্ঠ উদাহরণ। কোনও যুক্তি এর জন্য যথেষ্ট নয়।
এরপরই বিধায়কের বক্তব্যের অংশ পোস্টের সঙ্গে জুড়ে দিয়ে নেত্রীর অভিযোগ, টানা ১০ বছর ধরে বিধায়ক ঘুমোচ্ছেন। এলাকার রাস্তাঘাট নিয়ে কোনওরকম হেলদোল নেই তাঁর। এমনকি আজ এখনও পর্যন্ত উধমনগরের রাস্তার কোনও পরিবর্তন হয়নি। উল্টে পুরনো ধ্যানধারণা নিয়েই বিধায়ক বসে রয়েছেন।
ইতিমধ্যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দৃষ্টি আকর্ষণ করে বিধায়কের নারী বিরোধী মন্তব্যের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্বাতী।
প্রথম থেকেই আপ শিবিরে কেজরিওয়ালের ঘনিষ্ঠ বলেই পরিচিত স্বাতী। আপ সরকার ক্ষমতায় আসার পরই দিল্লি মহিলা কমিশনের সভাপতি করা হয় স্বাতীকে। প্রায় দশ বছর ওই পদে থাকার পরে দলের টিকিটে রাজ্যসভার প্রার্থী হন স্বাতী।
আপ সূত্রের খবর, তারপর থেকেই দলের সুপ্রিমোর সঙ্গে দূরত্ব বাড়ছিল স্বাতীর। এমনকি, আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের গ্রেফতারির সময় একবারও তাঁকে সামনে আসতে দেখা যায়নি। কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর প্রাক্তন সচিব বৈভব কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আবাসেই স্বাতীকে মারধরের অভিযোগ ওঠে। এরপর থেকেই স্বাতীর সঙ্গে আপ নেতৃত্বের দূরত্ব বাড়ে।