শেষ আপডেট: 3rd October 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছে তৃণমূল। বাংলার শাসক দলের কর্মসূচির মাঝেই দিল্লিতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন তিনি। তার আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দু। সেইসঙ্গে বললেন, 'মন্ত্রীর কাছে এই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইব।'
কেন্দ্রীয় প্রকল্পের টাকা 'ইচ্ছাকৃতভাবে' আটকে রেখেছে মোদী সরকার। বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজধানীতে মেগা কর্মসূচি নিয়েছে বাংলার শাসক দল। সেই কর্মসূচিকে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, 'মিথ্যে অভিযোগ নিয়ে দিল্লিতে কর্মসূচি করছে তৃণমূল। সবকিছুতেই রাজনীতি করে তারা। দিল্লির কুর্সিতে বসার স্বপ্ন দেখা তৃণমূলের অভ্যাস হয়ে গেছে। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন ফেরাতে মিথ্যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা।'
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
শুভেন্দু আরও বলেন, ইউপিএ আমলের থেকে বেশি টাকা এনডিএ সরকার বাংলাকে দিয়েছে। আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে বাংলায়। ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। বাংলা থেকে ৩ কোটি ৮৮ লক্ষ জব কার্ড ইস্যু করা হয়েছে। তারমধ্যে ১ কোটি ৩২ লক্ষই ভুয়ো। দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই সবচেয়ে বেশি ভুয়ো জবকার্ড করা হয়েছে।
কাটনানি নিয়ে আবাস যোজনা তালিকায় নাম ঢোকানোর অভিযোগ তুলেছেন শুভেন্দু। সেইসঙ্গে এও বলেন, কেন্দ্রের অনেক প্রকল্প বাংলা চালু হয়নি শষ্য বিমা যোজনা, জল সম্পদ যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করছে তৃণমূল সরকার।
শুভেন্দু বলেন, 'এই দুর্নীতির প্রতিবাদ আমরা রাস্তা থেকে বিধানসভা সর্বত্র করব। দুর্নীতির বিষয় জানিয়ে বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। সেই চিঠির ভিত্তিতে ১৮টি কেন্দ্রীয় প্রতিনিধি দল, বাংলার ১৫টি জেলায় ঘুরে গেছে। তাদের রিপোর্টেও দেখা গেছে আমার অভিযোগ সত্যিই। দুর্নীতির টাকা বাইরে পাচার করছে তৃণমূল।'