শেষ আপডেট: 12th November 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: কর্মসূত্রে যাঁরা বাড়ি ছাড়া তাঁরা সকলেই দীপাবলি উপলক্ষ্যে কর্মক্ষেত্র থেকে নিজের বাড়ি ফিরতে চান। সরকারি উচ্চপদস্থ আধিকারিক থেকে পরিযায়ী শ্রমিক, এই সময় ঘরের টান এড়াতে পারেন না কেউই। উৎসবের মরশুমে সবাই চান বাড়িতে নিজের পরিবারের কাছে থাকতে। তাই প্রতিবারই দীপাবলির আগে দূরপাল্লার ট্রেনগুলি থাকে ভিড়ে ঠাসা।
জায়গা পাওয়ার জন্যও যথারীতি থাকে ধাক্কাধাক্কি। রিজার্ভেশন না পেয়ে বা আর্থিক কারণে জেনারেল কামরায় বাড়ি ফিরতে হয় অনেককেই। কিন্তু উৎসবে বাড়ি ফিরতে গিয়ে এই ভিড়ের মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। অভিযোগ, রেলের চরম অব্যবস্থার কারণে গুজরাতের সুরাত স্টেশনে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জনের। আহত আরও অনেকে!
কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হন সুরাতে। মূলত পরিযায়ী শ্রমিকদের ভিড় থাকে ওই শহরে। উৎসবের মরশুমে বাড়ি ফিরতে চান শ্রমিকরা। বাড়ি ফেরার জন্য বহু আগে থেকেই টিকিট কাটার ধুম পড়ে যায়। সীমিত আসনের ট্রেনে উপচে পড়ে ভিড়। সংরক্ষিত আসন পান আর ক'জন? কিন্তু বাড়ি ফেরার তাগিদে জেনারেল কামরাতেই ভিড় করেন শ্রমিকরা।
দীপাবলির আগে দূরপাল্লার ট্রেনগুলোর জেনারেল কামরার ছবি ভয়াবহ। তিল ধারণের জায়গা থাকে না। কিন্তু ট্রেন মিস করতে রাজি নন কেউই। তাই প্ল্যার্টফর্মে ট্রেন ঢুকতেই জেনারেল কামরায় ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কারও দিকে নজর দেন না, উদ্দেশ্য কোনও রকমে ট্রেনে ওঠা। সুরাত স্টেশনে তেমনই ঘটনার জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি অনেকে।
সোশ্যাল মিডিয়ায় এমনই 'দুরবস্থা'র ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। বহু ভুক্তভোগী সোশ্যাল মিডিয়ায় রেলের অব্যবস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন। কেউ লিখছেন, কনফার্ম টিকিট থাকার পরেও ট্রেনে উঠতে পারেননি। কেউ আবার লিখছেন, দীপাবলিতে বাড়িই ফিরতে পারলেন না। কারও অভিযোগ, প্রতি বছর একই ঘটনা ঘটে। তবুও রেল কোনও ব্যবস্থা নেয় না। কেন বাড়তি ট্রেন চালানো হয় না, প্রশ্ন তুলছেন অনেকেই।
PNR 8900276502
— Anshul Sharma (@whoisanshul) November 11, 2023
Indian Railways Worst management
Thanks for ruining my Diwali. This is what you get even when you have a confirmed 3rd AC ticket. No help from Police. Many people like me were not able to board. @AshwiniVaishnaw
I want a total refund of ₹1173.95 @DRMBRCWR pic.twitter.com/O3aWrRqDkq
জানা গেছে, শনিবার সুরাতের এমন ঘটনায় এক ৪০ বছরের ব্যক্তির মৃত্যু হয়েছে। ভিড়ের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেছেন অনেকেই। পদপিষ্টে আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালের বিছানায় শুয়ে দীপাবলি কাটাবেন!