শেষ আপডেট: 10th February 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র ২৬ হাজার চাকরিপ্রাপকদের ভবিষ্যৎ কী হবে তার উত্তর কি আজ পাওয়া যাবে? গত ২৭ জানুয়ারি শেষবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি উঠেছিল। আজ ফের মামলা উঠবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। দুপুর ২টায় শুনানি শুরু হওয়ার কথা।
গত শুনানিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন। বলেছিলেন, "এই দুর্নীতি এমনভাবে করা হয়েছে যাতে কেউ অবৈধ নিয়োগ খুঁজে বার না করতে পারে। নিয়োগ দুর্নীতির স্পনসর রাজ্য সরকার। পরীক্ষায় না বসেই মিলেছে চাকরি। সন্দেহ থাকলে পুরো প্যানেল বাতিল করেই নতুন করে নিয়োগ করা উচিত।"
যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে একমত হয়নি সুপ্রিম কোর্ট। বিকাশরঞ্জনের সওয়ালের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, "নতুন করে নিয়োগ মানে অনেক জটিলতা।" পাল্টা বিকাশ বলেন, "কিছু ঝামেলা সহ্য করে যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাঁদেরই সুযোগ দেওয়া উচিত।"
প্রধান বিচারপতি এরপর স্পষ্ট করে জানতে চান "যারা কেবলমাত্র পরীক্ষায় বসেছিলেন তাঁদের?" মামলাকারীদের আইনজীবীর তরফে বিকাশ জানিয়ে দেন, "হ্যাঁ এবং বয়ঃসীমা তুলে দেওয়াও দরকার।" বিষয়টি নিয়ে ওই দিন স্বাভাবিকভাবেই কোনও নির্দেশ দেননি তিনি।
এর আগে চাকরি বাতিলের মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। ওই বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার পরে মামলাটি আজ দ্বিতীয়বার তাঁর এজলাসে উঠতে চলেছে।