শেষ আপডেট: 30th September 2024 11:37
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি লাড্ডু কাণ্ডে আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে গুচ্ছ আবেদনের শুনানি হতে পারে আজ, সোমবার, ৩০ সেপ্টেম্বর। অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলুগু দেশম পার্টির সুপ্রিমো মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তোলা অভিযোগের পর থেকে আলোড়ন চলছে। সাবেক ওয়াইএসআরসিপি জমানায় এই অপকাণ্ড চলছে বলে অভিযোগ। বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা।
গুজরাতের একটি ল্যাব রিপোর্টের উপর ভিত্তি করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু অভিযোগ তুলেছিলেন যে, তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিতে পশুর চর্বি ও মাছের তেলের ভেজাল আছে। সেই অভিযোগের পরই গোটা দেশ নড়েচড়ে বসে। রাজনৈতিক তরজা ছাড়াও সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক জনস্বার্থ আবেদন। সেই গুচ্ছ আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট কী বলে সেদিকেই তাকিয়ে ধর্মপ্রাণ ভক্তরা।
এরমধ্যে অন্তত পাঁচটি আবেদনে আদালতের নজরদারিতে তদন্তের দাবি তোলা হয়েছে। তার মধ্যে একটি হল- সুরেশ খান্ডেরাও চাভাঙ্কের আর্জি। সুদর্শন নিউজ টিভির সম্পাদক সুরেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও প্রধান বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠনের আবেদন জানিয়েছেন। ঘিতে আমিষ দ্রব্য দিয়ে ভেজাল দেওয়াকে তিনি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার ভঙ্গ বলে উল্লেখ করেন।
হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব, প্রবীণ বিজেপি নেতা ডঃ সুব্রহ্মণ্যম স্বামী, রাজ্যসভা সদস্য তথা তিরুমালা তিরুপতি দেবস্থানমে প্রাক্তন চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডিও সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।