শেষ আপডেট: 20th January 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: ভার্চুয়ালি হাজির করাতে হবে বেঙ্গালুরুর মৃত ইঞ্জিনিয়ার অতুল সুভাষের চার বছরের ছেলেকে। সোমবার অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
সোমবার বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি এসসি শর্মা নিকিতার আইনজীবীকে পরিষ্কার জানিয়েছেন, দ্রুত শিশুটিকে ভার্চুয়ালি আদালতে পেশ করতে হবে। এদিন শুনানি শুরু হতেই আবেদনকারীরা শীর্ষ আদালতে বিস্তারিত হলফনামা পেশের জন্য এক সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট এই অনুরোধকে পাত্তা না দিয়ে পরিষ্কার জানিয়ে দেয়, এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এবার শিশুটিকে দেখতে চাই। তাড়াতাড়ি তাকে তৈরি করুন। তারপরই আদালত সিদ্ধান্তে পৌঁছবে।
এই প্রথম নয়, এই নিয়ে দু’বার অতুলের স্ত্রী নিকিতাকে ছেলেকে দেখানোর নির্দেশ দেওয়া হল। অতুলের পরিবার প্রথম থেকেই দাবি করেছে, নাতির মধ্যে তাঁদের ছেলেরই ছায়া দেখতে পায় নিকিতা এবং তাঁর পরিবার। তাই নাতির প্রাণ সংশয় আছে। এই কারণে কাস্টডি তাঁদের দেওয়া হোক। একই সঙ্গে, বর্তমানে নাতি কোথায় রয়েছে সে ব্যাপারেও তথ্য জানতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। কারণ জানা যাচ্ছিল না যে অতুলের ছেলেকে আদৌ কোথায় রাখা হয়েছে।
তবে শীর্ষ আদালতে অতুলের স্ত্রী নিকিতার আইনজীবী জানান, তাঁর ৪ বছরের ছেলে হরিয়ানার ফরিদাবাদের বোর্ডিং স্কুলে রয়েছে। তাঁর মাকে গ্রেফতার করা হয়েছিল বলে তাঁর ব্যাপারে কোনও তথ্য সামনে আনা হয়নি। হেনস্থার শিকার হতে পারে সে, এই ভয়ে তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া কাস্টডির ব্যাপারে তাঁর যুক্তি, অতুল সুভাষের পরিবার শিশুটিকে ভাল মতো চেনেই না। তাঁরা তাকে বেঙ্গালুরু নিয়ে গিয়ে রাখবেন। সেখানে সে তার মার সঙ্গে থাকবে। এর জন্য নিকিতাকেও বেঙ্গালুরুই থাকতে হবে। যদিও অতুলের বাবা-মায়ের সেই আর্জি খারিজ হয়ে যায়।
অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যে জামিন পেয়েছেন তাঁর স্ত্রী নিকিতা ও তাঁর পরিবারের সদস্যরা। জামিন পেলেও অবশ্য খারিজ হয়নি অভিযোগ। কিন্তু নিকিতা তাঁর বিরুদ্ধে তদন্ত হতে দিতে চান না। এই সংক্রান্ত ইস্যুতে তিনি আদালতের দ্বারস্থ হন। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করেছে আদালত।