শেষ আপডেট: 5th November 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: মাদ্রাসা শিক্ষা নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের। উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অসাংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্টের মার্চ মাসের রায়কে মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার মান প্রয়োগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলেছে। রাজ্যকে মাদ্রাসা থেকে বেরনো পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তির নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছে, মাদ্রাসাগুলি উচ্চশিক্ষায় ডিগ্রি দিতে পারবে না। কারণ তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইনের বিরোধী। ২২ অক্টোবর বেঞ্চ এই মামলার রায় স্থগিত রেখেছিল। এর আগে এলাহাবাদ হাইকোর্ট ২০০৪ সালের এই উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল।