শেষ আপডেট: 10th December 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র বিনামূল্যে রেশন না দিয়ে দেশে কর্মসংস্থান আরও বাড়ানোর কথা ভাবুন। একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে এমনই পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্যগুলিকে যদি বলা হয় বিনামূল্যে রেশন দেওয়ার জন্য তারা হয়তো তা দিতে চাইবে না।
গত সোমবার সুপ্রিম কোর্টে ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এইভাবে যদি দেশজুড়ে বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে থাকে তাহলে রাজ্য সরকারগুলিও সাধারণকে রেশন কার্ড দেওয়ার সংখ্যাও বাড়াবে তাঁদের মন জয় করতে। কারণ তাঁরা জানে, রেশন দেওয়ার দায়িত্ব কেন্দ্রের ওপরই বর্তায়। শীর্ষ আদালত এই প্রেক্ষিতে মনে করছে, রাজ্যগুলিকে যদি দায়িত্ব নিয়ে রেশন দিতে বলা হয় তাহলে অনেক রাজ্যই তা করতে রাজি হবে না।
এই বিষয়টিকেই সামনে রেখে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছে, ''রেশন দেওয়ার ইস্যুতে রাজ্যগুলি বলবে যে তাদের কাছে অত টাকা নেই। তাই কেন্দ্রীয় সরকারের উচিত শুধুমাত্র ফ্রি রেশন না দিয়ে বেশি করে চাকরি দেওয়ার কথা ভাবা।'' পাশাপাশি শীর্ষ আদালত এও প্রশ্ন তুলেছে, বেশি বেশি রেশন কার্ড দেওয়ার জন্য রাজ্যগুলির থেকে টাকা আদায় করা উচিত কিনা।
২০২০ সালে কোভিডের সময়ে পরিযায়ী শ্রমিকদের সমস্যার বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানিতেই সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩ অনুযায়ী সারা দেশজুড়ে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। যদিও এই দাবির পাল্টা আইনজীবী প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ২ থেকে ৩ কোটি মানুষ এখনও এই পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি এক এনজিও-র পক্ষ থেকে এই মামলা লড়ছেন। তাঁর এও অভিযোগ, বঞ্চনা নিয়ে কোনও পদক্ষেপ করছে না কেন্দ্রীয় সরকার। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসের ৮ তারিখ।