শেখর কুমার যাদব
শেষ আপডেট: 10 December 2024 11:50
দ্য ওয়াল ব্যুরো: এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের একটি সভায় উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি এমনই দাবি। এই ইস্যুতে সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই প্রেক্ষিতে ওই বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে শীর্ষ আদালত।
বিচারপতি শেখর কুমার যাদবের মন্তব্য ছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মর্জি অনুযায়ী দেশ চলবে। কারণ এটা হিন্দুস্তান। পাশাপাশি তিনি মুসলিমদের একাধিক বিষয় নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সভা মঞ্চ থেকে খোলাখুলি মন্তব্যও করেছিলেন। সব মিলিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে অভিযোগ জমা পড়েছে। সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্ট থেকে এই বিষয়ে তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যে যে মন্তব্য করেছেন তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সেই প্রেক্ষিতে বলেছে, বিষয়টি তাঁদের নজরে এসেছে এবং তাঁরা সবদিকটা খতিয়ে দেখছে। যদিও কবে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিতভাবে বলা হয়নি। এদিকে এই ইস্যু নিয়ে সরব হয়েছেন সাংসদ আসাউদ্দিন ওয়েইসিও। তিনি দাবি করেছেন, ওই বিচারপতিকে সরিয়ে দেওয়া হোক কারণ তিনি সংবিধানের নিয়ম লঙ্ঘন করেছেন।
বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ থেকে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বক্তব্য রাখছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। তিনি বলেন, ''এটা বলতে কোনও বাধা নেই যে এটাই দেশের আইন। সংখ্যাগুরুদের জন্যই দেশের আইন চলে। পরিবার বা সমাজের আঙ্গিকে দেখুন, সংখ্যাগুরুদের উন্নতি এবং সুবিধা যেটায় হয়, সেটাই দেশের আইনে গ্রহণযোগ্য।'' নিজের মন্তব্যে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে প্রত্যক্ষভাবে কোনও কথা না বললেও তিনি স্পষ্ট বলেন, একাধিক বিয়ে করা, তালাক প্রথা, হালাল এগুলি এ সমাজে মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, শাস্ত্র বা বেদে যে নারীকে দেবী হিসেবে ব্যাখ্যা করা হয়েছে তাঁকে অপমান করা যায় না, কেউ করলে সহ্য করা হবে না। কারও অধিকার নেই চার-পাঁচটা বিয়ে করার, তিন তালাক দেওয়ার।