শেষ আপডেট: 30th September 2024 17:02
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি লাড্ডু কাণ্ডে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পরীক্ষাগারের রিপোর্টে ভেজাল থাকার উল্লেখ প্রাথমিক প্রমাণ নয় যে, ব্যবহৃত ঘি বিশুদ্ধ ছিল না। প্রকাশ্যে আচমকা এরকম অভিযোগ তোলা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর উচিত কাজ হয়নি।
শীর্ষ আদালত এদিন মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্যের ঔচিত্য নিয়ে প্রশ্ন তুলে বলেছে, যখন বিষয়টি তদন্তাধীন তখন তাঁর মতো পদে থাকা ব্যক্তির এরকম আচমকা মন্তব্য করা উচিত হয়নি।
মৌখিকভাবে আদালত আরও বলেছে, পরীক্ষাগারে রিপোর্ট প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে যে, ঘিয়ের নমুনা তারা বাতিল করেছে আরও পরীক্ষার প্রয়োজন আছে মনে করে। দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত বলে, এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তের প্রয়োজন আছে কিনা সেই নির্দেশ জেনে আসতে এবং বিষয়টি আগামী বৃহস্পতিবার শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মুখ্যমন্ত্রীর পদ সাংবিধানিক। সেই পদে থাকা ব্যক্তি ভগবানকে রাজনীতি থেকে দূরে রাখবেন সেটাই প্রত্যাশা করা যায়। যদি মুখ্যমন্ত্রী নাইডু নিজেই তদন্তের নির্দেশ দেন তাহলে আগ বাড়িয়ে সাংবাদিক বৈঠক করে কেন কথা বলছেন?
দেশের সর্বোচ্চ আদালতের তরফে আরও জানানো হয়েছিল, ধর্মীয় ভাবাবেগকে সম্মান দেওয়া উচিত সকলের। এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগির দাবি, ভক্তরা বলেছিলেন লাড্ডুর স্বাদ অন্যরকম।
বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, লাড্ডুর ঘি-ই কি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল? বিচারপতি বিশ্বনাথন বলেন, দ্বিতীয় কারও পরামর্শ নেওয়া যেতেই পারত। ঘিয়ের কোন নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তা একেবারেই স্পষ্ট নয়।
গুজরাতের একটি ল্যাব রিপোর্টের উপর ভিত্তি করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু অভিযোগ করেন, তিরুমালা তিরুপতি দেবস্থানমের শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরের প্রসাদী লাড্ডু তৈরির ঘিতে পশুর চর্বি ও মাছের তেলের ভেজাল রয়েছে।
সেই অভিযোগের পরই নড়েচড়ে বসে গোটা দেশ। রাজনৈতিক তরজা ছাড়াও সুপ্রিম কোর্টে জমা পড়ে একাধিক জনস্বার্থ আবেদন। সেই গুচ্ছ আবেদনের শুনানিতেই এদিন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকেই ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত।