ফাইল ছবি
শেষ আপডেট: 3rd February 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৬০-এরও বেশি। ভবিষ্যতে যাতে এহেন দুর্ঘটনা এড়ানো যায় তার জন্য পুণ্যার্থীদের সুরক্ষাবিধি এবং নির্দেশিকা বেঁধে দেওয়ার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি।
সোমবার মামলাটি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে উঠলে তারা সেটি গ্রহণ করেননি।
এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানায়, কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনা দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের। তবে এই মামলা সুপ্রিম কোর্টের বদলে হাইকোর্টে নিয়ে যাওয়া উচিত বলেও জানান প্রধান বিচারপতি। মামলাকারীকে এলাহাবাদ আদালতে আবেদন জানাতে বলেন তিনি।
উত্তরপ্রদেশ সরকারের তরফে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী মুকুল রোহাতগি। তিনি আদালতকে জানান, ইতিমধ্যেই একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করে পদপিষ্টের ঘটনার তদন্ত হচ্ছে। সে কথা শুনে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীকে হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেন।
বস্তুত, পদপিষ্টের ঘটনা এবং মৃত্যুমিছিলের পর স্বাভাবিকভাবেই যোগী সরকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা শুরু থেকেই 'ভিআইপি কালচার'-এর ইস্যুতে কটাক্ষ করে গেছে উত্তরপ্রদেশ সরকারকে। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে না ভেবে শুধু ভিআইপিদের নিয়ে ভেবেছে যোগী সরকার। তাতেই এত বড় ঘটনা। যদিও শেষমেশ কুম্ভমেলা চত্বরে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ আগেই জানিয়েছেন, ভিড় সামলানোর জন্য যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে যায়। সেই মুহূর্তে প্রচুর মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পিছনের পুরো ভিড় তাঁদের ওপর গিয়ে পড়ে। এই কারণে দুর্ঘটনা। এবার পুলিশের তরফে মেলা চত্বরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কী কী নিয়ম বদল হল
গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা - কুম্ভমেলা চত্বরে ছোট থেকে বড় যে কোনও গাড়ি চলাচল এবং প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভিভিআইপি পাস বাতিল - জরুরি পরিস্থিতি ছাড়া কোনও ব্যক্তি বা গাড়িকে ভিভিআইপি পাস দেখালেও ঢুকতে দেওয়া হবে না মেলা চত্বরে।
ওয়ান ওয়ে রুট - ভক্তদের সুবিধার্থে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম ব্যবস্থা শুরু করা হয়েছে।
জেলা সীমানায় গাড়ি ঢোকা বন্ধ - পড়শি একাধিক জেলা থেকে যে সমস্ত গাড়ি প্রয়াগরাজে আসছে তাদের জেলা-সীমানাতেই আটকানো হবে। যাতে মেলা চত্বরে আর ভিড় না বাড়ে।
শহরে চারচাকা গাড়ি প্রবেশ নিষিদ্ধ - আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চার চাকা গাড়ি ঢোকাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।