শেষ আপডেট: 31st January 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোকাহত হয়েছে দেশ। তবে শুধু তিরুপতি নয়, বিভিন্ন রাজ্যের কোনও না কোনও মন্দির বা ধর্মীয় স্থানে এমন ঘটনা ঘটার খবর আসে। আর এর অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয় 'ভিআইপি কালচার'কে। সেই কারণে মন্দিরগুলিতে ‘ভিআইপি দর্শন’ বন্ধ করতে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। কী বলল শীর্ষ আদালত?
বিষয়টি নিয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে এই আর্জি পত্রপাট খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ, এই ধরনের কোনও ব্যবস্থা থাকা উচিত নয় তবে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নির্দিষ্ট সরকার ও প্রশাসনের নেওয়া উচিত। আদালত এও বলেছে, মন্দিরে ঢোকার ক্ষেত্রে কাউকেই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া উচিত নয়। তবে এই নিয়ে মামলা শোনারও প্রয়োজন নেই।
মামলাকারীর বক্তব্য ছিল, ভিআইপি দর্শনের মাধ্যমে মোটা টাকা ফি আদায় করে ধর্মীয় স্থানগুলি। পাশাপাশি প্রভাবশালী ও ধনী মানুষকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়ে আমজনতার সমস্যা বাড়ায়। তাই তা বন্ধ হওয়া উচিত। কিন্তু শীর্ষ আদালতের বক্তব্য, আইন-শৃঙ্খলা সামলানো গেলেই সমস্যা সমাধান হবে।
সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেখানেও এই ভিআইপি পাসের ব্যবস্থা ছিল। তা নিয়ে বিরোধী রাজনৈতিক শিবির আওয়াজ তুলেছে। যদিও দুর্ঘটনার পর সেই ভিআইপি পাসের ব্যবস্থা থেকে শুরু করে গাড়ি চলাচল, সবই মেলা চত্বরে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এই মামলা ওঠা তাৎপর্যপূর্ণ ছিল বলেই মত ছিল অনেকের। তবে আর্জি খারিজই করে দিয়েছে শীর্ষ আদালত।