Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Lok Sabha Elections 2024

ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

দ্বিতীয় দফার ভোট চলাকালীনই রায় সর্বোচ্চ আদালতের

ইভিএমের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ যাচাইয়ের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভিভিপ্যাট স্লিপ যাচাই

শেষ আপডেট: 26 April 2024 05:53

দ্য ওয়াল ব্যুরো: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই এই আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে, তা যাচাই করার জন্য ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটে বেরনো টুকরো কাগজ পরীক্ষার দাবি তোলা হয়েছিল। কিন্তু, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত দুজনেই এ বিষয়ে একমত হন।

মূল আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) আর্জি ছিল, নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে নিশ্চিত হওয়া ভোটারদের মৌলিক অধিকার। অর্থাৎ, তিনি কাকে ভোট দিচ্ছেন, তাঁর প্রদত্ত ভোটটি সঠিক জায়গায় পড়ল কিনা তা জানাটা ভোটারের অধিকারের মধ্যে পড়ে। এডিআর বলেছিল, দেশের ৯৭ কোটি নথিভুক্ত ভোটারের অধিকার রয়েছে স্বচ্ছ ভোট প্রক্রিয়ার বিষয়ে। তা ইভিএম কিংবা ব্যালট যাতেই হোক না কেন।

এ বিষয়ে বিচারপতি দত্ত বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ প্রয়োজন। কিন্তু, অন্ধভাবে কোনও ব্যবস্থার প্রতি সন্দেহপোষণ ঠিক নয়। তা সে বিচারবিভাগ হোক কিংবা আইনসভা, গণতন্ত্রের অর্থ সার্বিক সংহতি এবং সমস্ত স্তম্ভের প্রতি আস্থা রাখা।

একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দুটি নির্দেশিকা দিয়েছে। ইভিএমে প্রতীক আপলোড করার পর তা যেন একেবারে সিলড এবং নিরাপদ থাকে মেশিনে। প্রার্থী এবং তাঁদের প্রতিনিধিরা ওই সিলে স্বাক্ষর করতে পারেন। সিলড মেশিনটি ফলপ্রকাশের ৪৫ দিন পর্যন্ত স্টোররুমে রাখতে হবে।


ভিডিও স্টোরি