শেষ আপডেট: 7th March 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: ধারাভি (Dharavi) বস্তি পুনরুন্নয়ন প্রকল্পে (Dharavi Redevelopment Project) স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদানি গ্রুপের কাজে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আমিরশাহীর সংস্থা সেকলিক টেকনোলজিস কর্পোরেশন। ওই সংস্থার দাবি খারিজ করে দিয়েছে সুপিম কোর্ট। অর্থাৎ, এখন স্বস্তিতেই আদানি গ্রুপ (Adani)।
ধারাভি পুনরুন্নয়নের বরাত পাওয়ার জন্য ৭২০০ কোটি টাকার দরপত্র হেঁকেছিল সেকলিক গ্রুপ। তাদের দাবি আদানিরা এই বস্তি পুনরুন্নয়নের দায়িত্ব পেয়েছে বেআইনিভাবে। তাই এই প্রকল্পের কাজে অবিলম্বে স্থগিতাদেশ দেওয়া উচিত।
সেকলিক গ্রুপ সুপ্রিম কোর্টে এও বলে যে, আগামী দিনে দরকার পড়লে নিজেদের দরপত্র আরও ২০ শতাংশ বাড়াতে রাজি তারা। তবে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই তাতে আর স্থগিতাদেশ দেওয়ার কোনও যুক্তি নেই।
শীর্ষ আদালত এ ব্যাপারে মহারাষ্ট্র সরকার এবং আদানি গোষ্ঠীকে নোটিসও দিয়েছে। মে মাসের ২৫ তারিখের মধ্যে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। একই সঙ্গে সেকলিক গ্রুপকেও শীর্ষ আদালত নিজেদের নতুন দরপত্রের বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে বলেছে।
ঘটনা হল, ২০২২ সালে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভির উন্নয়নের ভার দেওয়া হয় আদানিকে। ৫ হাজার ৬৯ কোটি টাকায় বস্তি উন্নয়ন প্রকল্পের বরাত পায় এই শিল্পগোষ্ঠী। যদিও স্থানীয়রা এই ইংরেজ আমলে তৈরি বস্তির উন্নয়ন প্রকল্প নিয়ে আশঙ্কায় রয়েছেন। তাঁদের একাংশের ধারণা ভারতে বেড়াতে আসা বিদেশিরা আর তাঁদের বসতিতে আসবেন না। এর ফলে ধারাভির নিজস্বতা ধ্বংস হয়ে যাবে।