শেষ আপডেট: 27th September 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তর ভারতের রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ঘটনা মাত্রা ছাড়ালেও কেন স্থানীয় আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল না? শুক্রবার কেন্দ্রীয় বায়ু স্বাস্থ্য প্যানেলকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের।
শুক্রবার কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের বিরোধিতা করে শীর্ষ আদালত জানিয়েছে, ফসল পোড়ানোর মতো সমস্যা দেখা দিলেও তা মোকাবিলায় একটিও কমিটি গঠন করেনি কেন্দ্র।
বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চের মতে, প্রতিবছরই দূষণ মাত্রা ছাড়ালেও সেদিকে নজর দেওয়া হয়নি। কেন এয়ার কোয়ালিটি প্যানেলের নিয়ম মানা হল না তা নিয়েও প্রশ্ন ওঠে। আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে।
বাতাসে দূষণের মাত্রা কমাতে কমিটি গঠন করা হয়েছে কি না এদিন জানতে চায় সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আইনজীবীকে বিচারপতিদের প্রশ্ন, আইন মেনে আপনারা কী কী পদক্ষেপ নিয়েছেন?
জবাবে এয়ার কোয়ালিটি প্যানেলের চেয়ারপার্সন বলেন, প্রতি তিন মাস অন্তর তিনটি সাব-কমিটি সভা করছে। কমিটি জানিয়েছে, দিল্লি-এনসিআর ও আশপাশের অঞ্চলে বায়ু দূষণ কমাতে এবং বিভিন্ন সমস্যার সমাধানে নতুন একটি কমিশন গঠনের আর্জি জানানো হয়েছে।
চলতি বছর দিল্লি ও সংলগ্ন এলাকায় দূষণ রোধে আগেভাগেই সতর্ক দিল্লির আম আদমি পার্টির সরকার। গাড়ির দূষণ থেকে শুরু করে বিভিন্ন নির্মাণকাজ শীতে যথেষ্ট নিয়ন্ত্রণ করা হবে বলেই খবর।
অন্যদিকে দূষণের পরিমাণ যাতে মাত্রা না ছাড়ায় সেকারণে জোড় বিজোড় নীতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পুজোর মরসুম শেষ হলে প্রতি বছর দূষিত ধোঁয়ায় প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে দিল্লিবাসীর। সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হলেও প্রতিবছর শীত আসতেই ধোঁয়ায় ভরে যায় রাজধানী শহর।