শেষ আপডেট: 23rd October 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: দেশের পরিবেশ আইন দন্তহীন। কেন্দ্রকে বুধবার ঠিক এই ভাষাতেই দুষল সুপ্রিম কোর্ট। শীত আসতে এখনও দেরি। তার আগেই রাজধানী শহর দিল্লিসহ আশপাশের এলাকায় বায়ুদূষণের মাত্রা অত্যন্ত খারাপ কয়েকদিন ধরে। এর কারণ মূলত নয়াদিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রাম এলাকার কলকারখানার ধোঁয়া এবং উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের নাড়া পোড়ানো অর্থাৎ কাটা ফসলের গোড়া পোড়ানোর দীর্ঘদিনের বদঅভ্যাস। যার ধোঁয়ায় গোটা অঞ্চল ভরে যায় এবং বাতাসে অক্সিজেনের মাত্রা কমে আসে। বিপজ্জনক মাত্রায় ধূলিকনা, রাসায়নিক কনার পরিমাণ বৃদ্ধি পায়।
শুধু বায়ুদূষণের অতিরিক্ত মাত্রা বৃদ্ধি নয়, কয়েকদিন ধরে ফিবছরের মতো এবারেও যমুনার জলে রাসায়নিক দূষণে ফেনার স্রোত ভেসে বেড়াচ্ছে। এইসব দেখেশুনে দেশের সর্বোচ্চ আদালত কেন্দ্রকে পরিবেশ দূষণ নিয়ে তীব্র ভর্ৎসনা করে। কেন্দ্রীয় সরকারকে তোপের মুখে দাঁড় করিয়ে শীর্ষ আদালত উত্তর ভারতে নাড়া পোড়ানো নিয়ে কঠোর আইন প্রণয়নের ব্যর্থতাকে দায়ী করে। আদালতের ভাষায়, পরিবেশ রক্ষার আইন ফোকলা। কোনও ক্ষমতাই নেই।
কেন্দ্র ছাড়াও পাঞ্জাব ও হরিয়ানা সরকারকেও তুলোধনা করে আদালত। সুপ্রিম কোর্ট দুই রাজ্য সরকারের সমালোচনায় বলে, ফসলের গোড়া পোড়ানো নিয়ে কোনও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যদি তারা আইন কার্যকরে সত্যিই উৎসাহী হতো তাহলে এতদিনে অন্তত একটি শাস্তিমূলক ব্যবস্থার কথা জানা যেত। বিচারপতি অভয় এস ওকা, আশানউদ্দিন আমানুল্লা এবং অগাস্টিন জর্জ মেসিকে নিয়ে গঠিত বেঞ্চ পাঞ্জাবের মুখ্যসচিবের জবাবে উদ্বেগ প্রকাশ করে।
পাঞ্জাব এক হলফনামায় আদালতে জানায়, আইন ভঙ্গকারী আনুমানিক ১০৮০ জন কৃষকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জবাবে আদালত বলে, মাত্র ৪৭৩ জনের কাছ থেকে খুবই কম টাকার জরিমানা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এবং ৬০০ জনকে কোনও শাস্তিই দেওয়া হয়নি। বিচারপতিরা বলেন, এটাতেই বোঝা যায় যে, আইন ভঙ্গকারীরা জানে তাদের বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নেওয়া হবে না। যে কারণেই গত ৩ বছর ধরে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে।
আদালত একইসঙ্গে হরিয়ানার মুখ্যসচিবের হলফনামায় বিবেচনা করে দেখে। কারণ হরিয়ানা সরাসরি দিল্লিতে বায়ুদূষণের জন্য দায়ী। হরিয়ানার দাবি, তারা ফসলের গোড়া পোড়ানো অনেকটা বন্ধ করতে সফল হয়েছে। তবে আদালত মুখ্যসচিবকে এও বলে যে, ৪০০টি নাড়া পোড়ানোর ঘটনায় মাত্র ৩২টি এফআইআর করা হয়েছে।