শেষ আপডেট: 26th March 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের তিন সদস্যের কমিটির নির্দেশ মেনে বিচারপতি যশবন্ত বর্মার (Yashwant Varma) সরকারি বাংলোয় গেল দিল্লি পুলিশ (Delhi Police)। বাংলোর যে স্টোর রুম থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই ঘর সিল করে দিতে বলা হয়েছে দিল্লি পুলিশকে।
বুধবার ডিসিপি দেবেশ মাহালা ও তাঁর দলের সদস্যরা বাংলোয় যান। সিল করার সময় ওই ঘরে যা যা রয়েছে তারও বিস্তারিত ভিডিও করে দিল্লি পুলিশ। খবর এই যে, শীর্ষ আদালতের তৈরি তদন্ত কমিটির সদস্যরা দমকলের অফিসারদের জিজ্ঞাসাবাদ করবেন এবং বিচারপতি বর্মার ফোনের কল ডিটেলস পরীক্ষা করবেন। বস্তুত, প্যানেলের সদস্যরা মঙ্গলবারই বিচারপতি বর্মার সরকারি বাংলো পরিদর্শন করেন।
অন্যদিকে, চলতি মাসের শুরুতে বিচারপতি বর্মার বাড়িতে যে পুড়ে যাওয়া টাকার বান্ডিল পাওয়া গিয়েছিল, তার তদন্তে দিল্লি পুলিশকে অভিযোগ দায়ের এবং তদন্তের নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে একটি আবেদন করা হয়েছিল। কিন্তু এদিন সেই আবেদনের জরুরি শুনানির মৌখিক আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।
শুধু তাই নয়, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ মামলার অন্যতম আবেদনকারী অ্যাডভোকেট ম্যাথিউস জে নেদুমপাড়াকে এ ব্যাপারে প্রকাশ্যে কোনও রকম বিবৃতি না দেওয়ার কথাও বলে দিয়েছেন। বলা হয়েছে যথা সময়ে আবেদন তালিকাভুক্ত হবে।
বস্তুত, দোলের দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির বাংলো থেকে প্রায় কুড়ি কোটি নগদ টাকা উদ্ধার হয়। বাংলোয় আগুন লাগলে দমকল গেলে একটি বন্ধ ঘর থেকে টাকা উদ্ধার হয়। ওই টাকার বিষয়ে বিচারপতি কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি পূর্ত দফতরের আধিকারিকদের দিকে ইঙ্গিত করেন। তাঁর কথায় আগুন লাগার সময় তিনি বাংলোয় ছিলেনই না। বাংলোর চাবি ছিল পূর্ত বিভাগের আধিকারিকদের কাছে।