বিচারপতি ওকা আরও বলেন, দেশের বিভিন্ন হাইকোর্ট কখনও কখনও সুপ্রিম কোর্টের থেকে এগিয়ে থাকে। কারণ সেখানে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি থাকে।
বিচারপতি এএস ওকা
শেষ আপডেট: 23 May 2025 22:27
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার অবসর নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা (Justice AS Oka)। আর যেতে যেতে তিনি শীর্ষ আদালত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ দিয়ে গেলেন। বিচারপতির মতে, এখন সুপ্রিম কোর্ট 'প্রধান বিচারপতি কেন্দ্রিক' হয়ে গেছে, তার বদল প্রয়োজন। যদিও তাঁর আশা, বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই বিআর গভাইয়ের (BR Gavai) আমলে এর পরিবর্তন ঘটবে।
সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিতে গিয়ে বিচারপতি ওকা বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমপক্ষে ৩৪ জন বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টে। কাজের ক্ষেত্রেও তার প্রভাব পড়া উচিত। তাঁর পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুই আদালতই ‘ট্রায়াল কোর্ট’কে গুরুত্ব দেয় না। এই আদালতগুলিতে প্রচুর মামলা বিচারাধীন থাকে। তাই এই ব্যবস্থার পরিবর্তন হলে বিচারব্যবস্থার পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি।
বিচারপতি ওকা আরও বলেন, দেশের বিভিন্ন হাইকোর্ট কখনও কখনও সুপ্রিম কোর্টের থেকে এগিয়ে থাকে। কারণ সেখানে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি থাকে। কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গেছে। এটির বদল দরকার। তাঁর আশা, বিচারপতি গভাইয়ের আমলে তার পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রসঙ্গও টানেন বিচারপতি ওকা। বলেন, উনি স্বচ্ছতার পথেই এগিয়ে গেছেন আর এরপরও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় থাকবে বলে ধারণা তাঁর।
প্রসঙ্গত, গত ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি বিআর গভাই। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। ইনি দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি।