হেমন্ত সোরেন। ফাইল ছবি।
শেষ আপডেট: 13 May 2024 08:57
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোটে প্রচারের জন্য জামিনে মুক্তি পেলেও সোমবার স্বস্তি জুটল না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তাঁর আবেদনের ভিত্তিতে ইডির বক্তব্য তলব করে পরবর্তী শুনানির দিন ১৭ মে ধার্য করেছে।
উল্লেখ্য, জোর করে জমি দখলের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। জমি কেলেঙ্কারির সেই মামলায় গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। এদিন আদালতে কেজরিওয়ালের জামিনের দৃষ্টান্ত তুলে অবিলম্বে নিজের মুক্তির দাবি করেন হেমন্ত।
হেমন্ত সোরেনের আবেদনের উপর ইডি-র বক্তব্য জানতে চাওয়ায় এদিন জামিন পাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাটি প্রথমে ২০ মে ধার্য করেন। কিন্তু, সোরেনের আইনজীবী কপিল সিবাল বলেন, ততদিনে ভোটের প্রচার সব শেষ হয়ে আসবে। তাই অতি দ্রুত শুনানির আর্জি জানান। যদিও আদালত আগামী সপ্তাহে প্রচুর মামলা আছে বলে জানিয়ে ১৭ তারিখ ইডিকে জবাব দিতে বলে।
সিবাল এদিন সর্বোচ্চ আদালতে বলেন, অরবিন্দ কেজরিওয়ালের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে আমার এই আবেদন। এবং প্রচারের জন্য আমার কৌঁসুলির অবিলম্বে জামিন চাই। সোরেনের তরফে সিবাল আরও বলেন, আমার মক্কেল কোনওদিন কোনও জমি দখল করেননি। এরকম কোনও জমি তাঁর দখলেও নেই। প্রয়োজনে এই বক্তব্য আদালতের রেকর্ডেও রাখা হতে পারে।
সিবাল আরও বলেন, জমি দখলের যে অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে আনা হয়েছে, তা সরকারি অর্থ নয়ছয় রোধ আইনে উল্লিখিত নেই। আদালত শুনানি এগিয়ে আনার বিষয়ে প্রথমে রাজি না থাকলেও শেষে সিবালের জোর সওয়ালে আগামী শুক্রবার দিন ধার্য করে।