শেষ আপডেট: 29th January 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন তাঁদের বলা হয়েছে, তাঁরা যে আবেদন করেছেন তা বিতর্কিত। তাই নতুন করে আবেদন দাখিল করতে হবে। সিবিআই তদন্তের একাধিক গাফিলতির অভিযোগ তুলে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্যাতিতার বাবা-মার আবেদনপত্রে যা যা বক্তব্য রয়েছে তা বিতর্ক যোগ্য। সেই প্রেক্ষিতে তাঁদের নতুন করে আবেদন দাখিল করতে হবে। এদিকে সিবিআই-এর আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, আবেদনপত্রে যে সব প্রশ্ন রয়েছে তার উত্তর তাঁদের কাছে আছে। তবে এই সময়ে সেইসব প্রশ্নোত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। তাঁকে সাহায্য করতে পারে!
এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী বলেছেন, এই আবেদনপত্র যখন দাখিল করা হয়েছিল তখনও শিয়ালদহ আদালতের রায়দান বা সাজা ঘোষণা হয়নি। সেই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির বক্তব্য, এই অবস্থায় দাঁড়িয়ে নির্যাতিতার পরিবারের এই আবেদনপত্র বাতিল করে নতুন করে আবেদন দাখিল করাই ভাল। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন, তাহলে এই মামলা কি বন্ধ করে দেওয়া হবে, এই প্রশ্ন নির্যাতিতার পরিবারকে করেছে সুপ্রিম কোর্ট। যদিও এর উত্তর আদালত এখনই চায় না, পরিবারকে সময় দেওয়া হয়েছে।
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। একই সময়ে, শিয়ালদহ আদালতে আরজি করের মূল মামলার বিচারপ্রক্রিয়া চলছিল। আদালত দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে, নিম্ন আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে। অনেকে অসন্তোষও প্রকাশ করেছেন। কেন আরজি করের ঘটনার গুরুত্বকে 'বিরলতম' অপরাধ হিসেবে গণ্য করা হয়নি, তা নিয়ে কথা সওয়াল করছেন সাধারণ মানুষও।
কলকাতা হাইকোর্টেও এই সংক্রান্ত মামলা চলছে। সেখানে আবার গত শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জানান, তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না! নির্যাতিতার বাবা হাইকোর্টের শুনানির পর সাংবাদিকদের সামনে বলেন, মেয়ের বিচার পাওয়াটাই তাঁদের কাছে আসল লক্ষ্য। যেভাবে মেয়ের বিচার পাওয়া যায় তাতেই তাঁদের সমর্থন রয়েছে। তবে সঞ্জয় রায়ের ফাঁসি চান কী চান না, সেই ব্যাপারে তাঁদের আইনজীবী বিশ্লেষণ করেছেন বলে জানান তিনি।