শেষ আপডেট: 13th September 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে ভোটের সময় দিন সাতেকের জন্য সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিল। তারপর গত ২১ মে থেকে দিল্লির মুখ্যমন্ত্রী তিহাড় জেলে বন্দি। এর আগে কেজরিওয়াল ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন। এবার সিবিআইয়ের মামলায় জামিন পেয়ে জেলমুক্তি ঘটতে চলেছে তাঁর।
সিবিআই তাঁর জামিন আটকাতে আগের শুনানিতে জোরদার লড়াই করেছিল। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির বক্তব্য ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে কি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব? সিবিআই কেন জামিনের বিরোধিতা করছে? তাছাড়া, মদকাণ্ডে বেশিরভাগ অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। তাহলে তাঁর মক্কেলের কেন জামিন হবে না, সেই প্রশ্নও তোলেন তিনি। সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালকে জামিন দিয়ে বলেছে, এইভাবে দীর্ঘদিন কাউকে জেলবন্দি রাখা স্বাধীনতার বঞ্চনার সমান।
Supreme Court grants bail to Delhi Chief Minister and AAP national convener Arvind Kejriwal in a corruption case registered by CBI in the alleged excise policy scam.
— ANI (@ANI) September 13, 2024
Supreme Court says prolonged incarceration amounts to unjust deprivation of liberty. pic.twitter.com/6LoZkISNO4
জামিন পাওয়ার ফলে কেজরিওয়াল ৬ মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন। তবে এর আগে সিবিআই-এর তরফে তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, জামিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে প্রথমে নিম্ন আদালতে যেতে হবে। এমনই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা করেন কেজরিওয়াল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ইডি মামলায় যাতে অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়ে মুক্ত না হতে পারেন, সেই কারণেই হয়তো সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল।
মামলার রায়দানে সিবিআই-এর ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ বলে, ২২ মাসেও সিবিআই-এর মনে হয়নি তাঁকে গ্রেফতার করতে হবে। আর এতদিন ধরে তাঁকে জেলে রাখা কেন হচ্ছে সে ব্যাপারেও কোনও পোক্ত জবাব দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা।
সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না।