শেষ আপডেট: 9th August 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া। দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় শুক্রবার সর্বোচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এই একই মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখনও তিহার জেলে বন্দি রয়েছেন।
প্রায় ১৭ মাস পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন সিসোদিয়া। আদালত তাঁকে সিবিআই এবং ইডির আনা অভিযোগের মামলাগুলি থেকে জামিন দিয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলে তাঁকে এই মামলাগুলি থেকে জামিন পাওয়ার জন্য বিচারাধীন আদালতে পাঠানো বিচারের প্রতি প্রতারণা হবে।
আদালত সিসোদিয়াকে ১০ লক্ষ টাকার একটি বন্ড ও দুটি সিওরিটি জমা দিতে বলেছে। এছাড়া তাঁর পাসপোর্ট এবং প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেওয়ার শর্ত আরোপ করেছে। তথ্যপ্রমাণ বিকৃত ও সাক্ষীদের প্রভাব খাটানোর বিষয়েও বিরত থাকতে বলেছে আদালত।
ইডি আদালতের কাছে আর্জি জানিয়েছিল যাতে মণীশ সিসোদিয়া দিল্লির সচিবালয় অথবা মুখ্যমন্ত্রীর দফতরে না যেতে পারেন, সে ব্যাপারে নির্দেশ দিতে। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই দাবি নস্যাৎ করে দিয়েছে।
প্রসঙ্গত, এনিয়ে সিসোদিয়া জামিনের জন্য তৃতীয়বার আবেদন জানিয়েছিলেন। গতবছর ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। তবে তাঁর জন্য আশার আলো জিইয়ে রেখে শীর্ষ আদালত বলেছিল, বিচারাধীন আদালত যদি ৬-৮ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে না পারে অথবা শামুকের গতিতে চলে তাহলে তারা তা বিচার করে দেখবে। বিচারাধীন আদালতে ৬ মাসের বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় সিসোদিয়া অযথা দেরি করার অভিযোগ তুলে ফের আবেদন করেছিলেন।