শেষ আপডেট: 18th July 2024 18:33
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার সর্বভারতীয় স্তরে ডাক্তারির স্নাতকের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আগামী ২০ জুলাই দুপুর ১২টার মধ্যে ফল প্রকাশে বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ।
দেশের শীর্ষ আদালত এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করতে হবে। তবে যাঁদের নাম আপলোড করা হবে তাঁদের পরিচয় গোপন রাখতে হবে। নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিষয়ে এক গুচ্ছ আবেদনের শুনানিতে এদিন এই নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।
প্রশ্নফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে ২০২৪ সালের নিট ইউজি পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরীক্ষাটি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। যার জেরে থমকে যায় নিটের ফল প্রকাশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ছিল সংশ্লিষ্ট মামলার শুনানি।
মামলাটিতে কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পরীক্ষার্থীদের পরিচয়ের পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রের তথ্যও গোপন রাখা উচিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রভিত্তিক তথ্য প্রকাশ করা উচিত নয়। তবে, সিজেআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ তাঁর সেই আবেদন মেনে নেয়নি। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে প্রশ্ন ফাঁস সীমাবদ্ধ ছিল, নাকি ব্যাপক আকারে ফাঁস হয়েছে, সেই বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। আমরা চাই শিক্ষার্থীদের পরিচয় গোপন থাকুক।”
এদিন প্রাথমিকভাবে সর্বোচ্চ আদালত ২৪ ঘণ্টার মধ্যেই নিটের ফল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। প্রধান বিচারপতি শুক্রবার বিকেল ৫টার মধ্যে ফল প্রকাশের বিষয়ে জানান। কিন্তু শেষ মুহূর্তে এনটিএ-র অনুরোধে ফলপ্রকাশের তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়। তিন বিচারপতি বেঞ্চ নির্দেশ দেয়, শনিবার দুপুর ১২টার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে। যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাঁসের সমস্য হয়নি, তাই আলাদা ভাবে প্রতিটি কেন্দ্রের নিটের ফল প্রকাশ করা হবে।
একইসঙ্গে নিট মামলার তদন্ত এখনও চলছে, তাই পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখেই স্নাতক স্তরে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। যদিও এদিন পরীক্ষার্থীদের কাউন্সেলিং নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত।