শেষ আপডেট: 6th November 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো: যোগী আদিত্যনাথের বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকারের বুলডোজার নীতিকে বুধবার তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। রাতারাতি কারও বাড়ি ভেঙে গুঁড়িয়ে যায় না। এই মন্তব্য করে দেশের শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারকে অবৈধভাবে নির্মাণ ধ্বংসের জন্য ২৫ লক্ষ টাকা অন্তর্বর্তী ক্ষতিপূরণ ঘোষণা করেছে।
উত্তরপ্রদেশে রাস্তা সম্প্রসারণের উদ্দেশ্যে অবৈধভাবে বসতবাড়ি ভাঙার তীব্র ভর্ৎসনা করে আদালত। মনোজ টিব্রেওয়াল আকাশ নামে এক ব্যক্তি ২০২০ সালে একটি চিঠিতে তাঁর বাড়ি ভাঙার অভিযোগ করেন সর্বোচ্চ আদালতে। তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট একটি সুয়ো মোটো স্বতঃপ্রণোদিত মামলা করে। মনোজের অভিযোগ ছিল, ২০১৯ সালে মহারাজগঞ্জে তাঁর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল।
বিদায়ী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ শুনানিতে প্রবল অসন্তোষ প্রকাশ করে এদিন। কর্তৃপক্ষের আচরণকে জবরদস্তি বলে ব্যাখ্যা করেছে আদালত। আবেদনকারী সরকারি জমি দখল করেছিলেন বলে শুনানিতে জানায় রাজ্য সরকার। তার জবাবে বেঞ্চ বলে, আপনারা বলছেন উনি ৩.৭ মিটার জমি দখল করেছিলেন। এরজন্য ওনাকে আমরা ধন্য ধন্য করছি না। কিন্তু, আপনারা কীভাবে একজন মানুষের বসতবাটি ভেঙে দেওয়ার কাজ শুরু করলেন? এতে তো দেশে আইন বলে কিছু আছে বলেই মনে হচ্ছে না। আপনারা সেখানে গেলেন এবং কোনও নোটিস ছাড়াই একজনের বাড়ি ভেঙে দিলেন, প্রশ্ন তোলে তিন সদস্যের বেঞ্চ।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এতো পুরো জোরজবরদস্তি। বাড়ি ভাঙতে গেলে যা করতে হয়, তা কখন করা হয়েছে? হলফনামায় বলা হয়েছে, কোনও নোটিস দেওয়া হয়নি। আপনারা কেবলমাত্র ওই স্থানে গিয়েছিলেন এবং লাউড স্পিকারে মানুষজনকে জানিয়েছিলেন। বেঞ্চকে আরও জানানো হয়েছে যে, একইসঙ্গে ১২৩টি অন্য নির্মাণ ভাঙা হয়েছে। তাঁদের ক্ষেত্রেও কেবলমাত্র মাইকে ঘোষণায় জানানো হয়।
বিচারপতি পারদিওয়ালা বলেন, আপনারা বুলডোজার নিয়ে আসবেন আর একরাতের মধ্যে বাড়ি ভেঙে দিয়ে যাবেন, তা হতে পারে না। আপনারা কোনও পরিবারকে বাড়ি খালি করার সময় দেবেন না? যা যা করণীয় তা অবশ্যই পালন করা উচিত ছিল। তিনি আরও বলেন, ঢাক পিটিয়ে মানুষকে বাড়ি ভাঙার কথা জানিয়েই বুলডোজার চালানো যায় না। আপনাদের উপযুক্ত নোটিস দেওয়া উচিত ছিল।