শেষ আপডেট: 17th October 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ নাগরিকত্ব আইনের ৬এ ধারার সাংবিধানিক বৈধতাকে বহাল রাখল। বৃহস্পতিবার সাংবিধানিক বেঞ্চে ৪-১ রায়ে নাগরিকত্ব আইনের সপক্ষে বলা হয়েছে, ১৯৮৫ সালের ওই আইনের ৬এ ধারা বহাল থাকছে। অসম চুক্তির সময় এই ধারাটি অন্তর্ভুক্ত হয়েছিল। বিচারপতি জেবি পারদিওয়ালা অবশ্য রায়ের ভোটাভুটিতে বিরুদ্ধ মত দিয়েছেন। এই আইনের ৬এ ধারায় অবৈধ অনুপ্রবেশকারী যাদের অধিকাংশই বাংলাদেশি তাদের নাগরিকত্ব প্রদানের সুবিধা রয়েছে। ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালে ২৫ মার্চ পর্যন্ত যাঁরা এদেশে প্রবেশ করেছেন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত, এমএম সুন্দরেশ, জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ এদিন এই রায় দেয়। এর মধ্যে বিচারপতি পারদিওয়ালা আইনের ৬এ ধারাকে অসাংবিধানিক বলে রায় দেন। প্রধান বিচারপতি বলেন, অবৈধ অনুপ্রবেশ নিয়ে অসম চুক্তি ছিল একটি রাজনৈতিক সমাধান। যাতে ৬এ ধারাটি ছিল আইনি সমাধান। বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মত এই যে, এ ধরনের ব্যবস্থা চালুর ক্ষমতা সংসদের রয়েছে। বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন যে, ৬এ ধারা কার্যকর হয়েছিল স্থানীয় মানুষের নিরাপত্তার স্বার্থে একটি মানবিক দৃষ্টিকোণের সামঞ্জস্য রক্ষা করতে।
বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্য এও মনে করেন যে, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট সীমান্তবর্তী অন্য রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গের তুলনায় অসম অনুপ্রবেশ সমস্যায় বেশি ভুক্তভোগী হয়েছিল। তাই তাদের সঙ্গে অসমকে এক করে ভাবলে চলবে না। বেঞ্চের মতে, অসমে ৪০ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছিল। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ঢুকেছিল ৫৭ লক্ষ অনুপ্রবেশকারী। তাতেও অসমের উপর অনুপ্রবেশের প্রভাব অনেক বড় ছিল। কারণ পশ্চিমবঙ্গের চেয়ে অসমের জমির পরিমাণ অনেক ছোট ছিল।
বেঞ্চ আরও মনে করে, অনুপ্রবেশের অন্তিম সময় নির্ধারণটিও অত্যন্ত যুক্তিপূর্ণ। কার ১৯৭১ সালে ২৫ মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছিল। বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ সদস্য এও মনে করেন যে, নাগরিকত্ব আইনের ৬এ ধারায় কোনও অতিরিক্ততা নেই, কোনও কমতি কিছুও নেই। শুনানির সময় আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছে যে, ১৯৭১ সালে ২৫ মার্চের পর অসম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে উদ্বাস্তুর স্রোত সম্পর্কে একটি হিসাব দাখিল করতে।