Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়ে

'গ্লোবাল সাউথ দু'মুখো নীতির শিকার’, BRICS-এ প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে জোরালো সওয়াল মোদীর

সম্মেলনে মোদী BRICS-কে একটি “সময়ের সঙ্গে পরিবর্তনশীল ও অভিযোজনক্ষম সংগঠন” হিসেবে বর্ণনা করেন। 

'গ্লোবাল সাউথ দু'মুখো নীতির শিকার’, BRICS-এ প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে জোরালো সওয়াল মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 6 July 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: ১৭তম ব্রিকস সম্মেলনে (BRICS) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের আরও বেশি প্রতিনিধিত্বের দাবি জানালেন।

তিনি বলেন, “বিশের শতকে তৈরি হওয়া বৈশ্বিক প্রতিষ্ঠানগুলিতে আজকের দিনে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের প্রতিনিধিত্ব নেই। যেসব দেশ আজকের বিশ্ব অর্থনীতিতে মুখ্য ভূমিকা নিচ্ছে, তাদের কোনও জায়গা নেই সিদ্ধান্ত গ্রহণের টেবিলে। এটা শুধু প্রতিনিধিত্বের প্রশ্ন নয়, বরং বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতার প্রশ্নও বটে।”

বৈঠকে মোদী বিশ্বের কাছে পরিস্থিতি তুলে ধরার উদ্দেশ্যে তুলনা টেনে বলেন, “গ্লোবাল সাউথ ছাড়া এই প্রতিষ্ঠানগুলিকে এখন মনে হয় যেন সিম কার্ড আছে, কিন্তু কোনও নেটওয়ার্ক নেই।”

তিনি আরও যোগ করেন, গ্লোবাল সাউথ বারবার দু’মুখো নীতির শিকার হয়েছে, তা সে উন্নয়ন হোক, সম্পদের বণ্টন, বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়। তার কথায়, “আন্তর্জাতিক স্তরে জলবায়ু অর্থায়ন, টেকসই উন্নয়ন কিংবা প্রযুক্তি অ্যাকসেসের মতো ইস্যুতে শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কার্যকর কোনও পদক্ষেপ নয়।”

সম্মেলনে মোদী BRICS-কে একটি “সময়ের সঙ্গে পরিবর্তনশীল ও অভিযোজনক্ষম সংগঠন” হিসেবে বর্ণনা করেন। সম্প্রতি BRICS-এর সম্প্রসারণকে স্বাগতও জানান। বলেন, “BRICS সম্প্রসারিত হয়েছে, নতুন বন্ধুরা যোগ দিয়েছেন।  এটা প্রমাণ করে, আমরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। এখন একই ইচ্ছাশক্তি দরকার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব উন্নয়ন ব্যাংকগুলোর মতো প্রতিষ্ঠান সংস্কারের জন্যও।”

ভারতের প্রধানমন্ত্রী এই সংস্কারের পরামর্শকে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন, ‘বিশ শতকে গঠিত প্রতিষ্ঠানগুলি একুশ শতকের সমস্যা সামাল দিতে পারছে না। যুদ্ধ, মহামারি, আর্থিক সংকট, বা সাইবার হুমকি - সব ক্ষেত্রেই তারা কার্যকর প্রতিক্রিয়া দিতে ব্যর্থ।” তিনি আরও যোগ করে বলেন, “আজ এআই-এর যুগে যেখানে প্রতি সপ্তাহে প্রযুক্তি আপডেট হচ্ছে, সেখানে কোনও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ৮০ বছরে একবারও আপডেট হয়নি - এটা চলতে পারে না।”

ব্রাজিলের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে দুইটি উচ্চপর্যায়ের ঘোষণাপত্র প্রত্যাশিত—একটি জলবায়ু পরিবর্তন মোকাবিলার অর্থনৈতিক কাঠামো নিয়ে এবং অন্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র আন্তর্জাতিক নিয়ন্ত্রণ নিয়ে।

২০২৪ সালে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, ও সংযুক্ত আরব আমিরশাহী (UAE) BRICS-এ যোগ দেয়। ২০২৫ সালে যোগ দেয় ইন্দোনেশিয়া। এখন ১১টি দেশ একত্রে বিশ্বের ৪৯.৫% জনসংখ্যা, ৪০% জিডিপি (GDP) এবং ২৬% বাণিজ্য প্রতিনিধিত্ব করে।

চিন এবং রাশিয়ার রাষ্ট্রপতি জিনপিং ও ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না। তবে সম্মেলনে ভারতের সক্রিয় ভূমিকা লক্ষণীয় ছিল।

উল্লেখ্য, ২০২৬ সালে ভারত BRICS-এর সভাপতিত্ব নিতে চলেছে।


ভিডিও স্টোরি