Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভিন রাজ্যে বাংলা বললেই 'বাংলাদেশি'! ওড়িশায় আটকে বাংলা শ্রমিক, হাইকোর্টে মামলা‘কেউ আটকাতে পারবে না’ গেট টপকে শহিদদের শ্রদ্ধা জানালেন ওমর, কাশ্মীর পুলিশের ভূমিকায় অবাক মমতাভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রা
iPhone production in India

বাণিজ্যযুদ্ধে ভারত বিরোধী অন্তর্ঘাত চিনের, আইফোন নির্মাণে বিপুল ক্ষতির মুখে দেশ

সম্প্রতি চিন ভারতে আইফোন নির্মাতা ফক্সকনের কর্মী তুলে নিতে শুরু করার ফলে এদেশে আইফোনের উৎপাদন ব্যাপক মাত্রায় ধাক্কা খেতে শুরু করেছে।

বাণিজ্যযুদ্ধে ভারত বিরোধী অন্তর্ঘাত চিনের, আইফোন নির্মাণে বিপুল ক্ষতির মুখে দেশ

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় দুসপ্তাহের বেশি সময় যাবৎ উধাও।

শেষ আপডেট: 3 July 2025 07:54

দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত সমস্যায় গা-জোয়ারি মনোভাব। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে চাপে রাখতে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হাজার হাজার কোটি ডলার সাহায্য। এসবের পর এবার উৎপাদনশিল্পে দেশের অগ্রগতি রুখতে চুপিসারে পদক্ষেপ করল চিন। ভারতের স্বপ্ন ছিল, দুনিয়ায় উৎপাদন শিল্পের একটি বড় কেন্দ্রে প্রতিষ্ঠা করা। কিন্তু, বাড়া ভাতে ছাই দিতে চিন কৌশলগতভাবে ভারতের শক্তিক্ষয় করতে নেমেছে। শীর্ষ গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, এই কাজের উদাহরণ হল, সম্প্রতি চিন ভারতে আইফোন নির্মাতা ফক্সকনের কর্মী তুলে নিতে শুরু করায়। যার ফলে এদেশে আইফোনের উৎপাদন ব্যাপক মাত্রায় ধাক্কা খেতে শুরু করেছে।

ফক্সকন টেকনোলজি গ্রুপ সম্প্রতি ভারতের আইফোন কারখানাগুলিতে কাজ করা কয়েকশো চিনা ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর্থিক খবরাখবর সংক্রান্ত সংবাদমাধ্যম ব্লুমবার্গ একটি প্রতিবেদনে তা উল্লেখ করেছে। কিন্তু, ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানাচ্ছে, এই চিনা নির্দেশের নেপথ্য উদ্দেশ্য হচ্ছে, বিশ্বের সামনে ভারতের আইফোন উৎপাদন ও সরবরাহের যে সুনাম ছিল, তা নষ্ট করে দেওয়া।

চিনের এই কাজের মূল কারণ হচ্ছে, উচ্চপ্রযুক্তি সম্পন্ন উৎপাদন শিল্প বিশেষত বৈদ্যুতিন ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে উৎপাদন নির্ভর ইনসেনটিভ চালু করে বেশি পরিমাণে সামগ্রী তৈরি করা। এবং মেক ইন ইন্ডিয়া দৃষ্টিভঙ্গিতে চলে জাতীয় অর্থনীতিকে স্বনির্ভর করার উদ্যোগ নেওয়ায় গাত্রদাহ হচ্ছে বেজিংয়ের। গোয়েন্দা সূত্র আরও জানাচ্ছে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রায় দুসপ্তাহের বেশি সময় যাবৎ উধাও। প্রকাশ্যে তাঁর দেখা মিলছে না। আর তারই ফাঁকে এইসব কাজকারবার চালাচ্ছে লাল প্রশাসন।

খবরে প্রকাশ অ্যাপল যখন ভারতে নতুন করে কারখানা খোলার চিন্তাভাবনা করছে, ঠিক তখন চিন তাদের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের দক্ষিণ ভারতের মূল কারখানা থেকে লোটাকম্বল গুটিয়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। প্রায় ৩০০-র বেশি দক্ষ কর্মী ফক্সকন কারখানা ছেড়ে চলে গিয়েছেন। যদিও ফক্সকন ও অ্যাপল কারও তরফেই কোনও বিবৃতিতে কারণ জানানো হয়নি। কিন্তু, অনেকের কাছেই এই কর্মী বদলির বিষয়টি স্বচ্ছ চোখে ধরা পড়েনি। অনেকেই এর পিছনে চিন বনাম পশ্চিমী প্রযুক্তি কোম্পানির টানাপড়েন বিশেষত চিন থেকে কারখানার পাততাড়ি গোটানোর অভিসন্ধি এবং অন্যদিকে ভারত-চিন সীমান্ত সমস্যার বীজ রয়েছে বলে আশঙ্কা করেছেন।

কিন্তু, এর ফলে ভারতের অর্থনৈতিক স্থায়িত্ব ও নিরাপত্তা এবং কৌশলগত স্বাধীনতার ক্ষেত্রে বিপদের আভাস রয়েছে। কারণ, ভারত-মার্কিন শুল্কনীতির ফয়সালা আর দিন দুয়েকের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে চলেছে। এই অবস্থায় আইফোন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ধাক্কা খেলে তা দেশের পক্ষে অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। যেখানে চিনের জানা আছে যে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাইরে তৈরি আইফোন নিয়ে পৃথক শুল্ক চাপাতে পারেন। ফলে, চিনের এই পিছন থেকে পা টেনে ধরার মতো কাজে অ্যাপলের কাছে ভারতের উৎপাদন বাজার সম্মান হারাতে চলেছে। এবং ভবিষ্যতে তারা আর ভারতের দিকে তাকাবে কিনা সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।


ভিডিও স্টোরি