শেষ আপডেট: 19th March 2025 02:17
দ্য ওয়াল ব্যুরো: চলছে শেষ মুহূর্তের কাউন্টডাউন (Countdown)। মঙ্গলবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ক্রু নাইনে (Crew Nine) চড়ে সহকর্মী বুচ উইলমোর সঙ্গে পৃথিবীতে ফিরে আসছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। নাসার (NASA) বিবৃতি বলছে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লোরিডার (Florida) উপকূলে নামতে পারেন সুনীতা-সহ চার মহাকাশচারী। ভারতীয় সময়ে তখন বুধবার ভোর সাড়ে ৩টে। তাঁদের দেশে ফেরার আনন্দে ইতিমধ্যে অপেক্ষায় রেয়েছে গোটা বিশ্ব। তবে ঘরের মেয়ের ফেরার আনন্দে ইতিমধ্যে সেজে উঠেছে গুজরাতের (Guujrat) মেহসানা জেলার (Mehsana District) ঝুলসান গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, বুধবার সকালে মেয়েকে স্বাগত জানাতে গোটা গ্রামে নতুন করে দীপাবলি পালন করা হবে।
সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পান্ডিয়ার জন্ম এই গ্রামেই। ১৯৫৭ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। প্রায় সাত হাজার জনসংখ্যা ওই গ্রামের। সুনীতা তিনবার ১৯৭২,২০০৭ ও ২০১৩ সালে ঘুরে গিয়েছেন। একবার তিনি সেখানকার স্থানীয় এক স্কুলে সাহায্যও করেন।
স্বাভাবিকভাবেই সুনীতার সঙ্গে শিকড়ের টান রয়েছে গ্রামের। সে কারণেই মহাকাশে আটকে পড়লেও মেয়ে যাতে নির্বিঘ্নে ঘরে ফিরে আসেন সেই প্রার্থনা করছেন গ্রামবাসীরা। পাশাপাশি গভীর আগ্রহে তাঁরা ক্রু নাইনের গতিবিধি জানার চেষ্টা করছেন। গ্রামবাসীরা ইতিমধ্যে সুনীতার মঙ্গলকামনায় স্থানীয় দেবী দোলা মাতার মন্দিরে বিশেষ পূজার্চনা করছেন। জ্বলছে ঘরের মেয়ের মঙ্গল কামনায় অগ্নিশিখাও।
২০২৪ সালের ৫ জুন বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানে উইলিয়ামস এবং উইলমোর মহাকাশে যাত্রা শুরু করেছিলেন। মূলত এটি ছিল আট দিনের একটি পরীক্ষামূলক মিশন। তবে মহাকাশযানে অপ্রত্যাশিত কারিগরি সমস্যা দেখা দেওয়ায় তাঁদের যাত্রা দীর্ঘায়িত হয়। মহাকাশে গিয়ে ৯ মাস ধরে আটকে ছিলেন তাঁরা। শেষমেশ নাসা-স্পেস এক্সের রকেট তাঁদের উদ্ধার করে পৃথিবীতে ফিরিয়ে আনছে।
এদিকে সুনীতার কাকার ছেলে নবীন পান্ডিয়া জানান, একেদিকে যেমন আতসবাজি জ্বালানো হবে গ্রামে তেমনই বুধবার সকাল থেকেই ফের রং খীলে হোলি উদযাপন করবেন গ্রামবাসীরা। পাশাপাশি বোন নির্বিঘ্নে পৃথিবীতে পা রাখলে তাঁর সম্মানে পুজো ও শোভাযাত্রা বের করার পরিকল্পনা করেছি আমরা। গ্রামবাসীরা যে কোনও সময় তাঁকে ঘরে স্বাগত জানাতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
সুনীতার আরেক কাকার ছেলে দীনেশ রাওয়াল দিদির কৃতিত্বের প্রশংসা করে জানিয়েছেন তিনিই জাতির গর্ব। তাঁর বাড়ি ফেরার আনন্দে আমার মা, ভাই এবং বোন সহ পরিবারের সবাই খুশি। আমাদের পুরো পরিবার আনন্দিত এবং অধীর আগ্রহে তাঁর ফেরার অপেক্ষা করছে। সুনীতা ফিরলে মিষ্টি বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সুনীতাদের ফেরাতে রবিবার সকালেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্রাগন যান। তবে এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। সে কারণে তাঁরা যাতে নির্বিঘ্নে ঘরে ফেরেন সেই আশায় দিন কাটাচ্ছে গোটা বিশ্বের মানুষ।