শেষ আপডেট: 23rd March 2024 16:19
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর দলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে। জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুমকি দিলেন সুকেশ চন্দ্রশেখর। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই শিরোনামে এসেছিলেন সুকেশ। এবার দিল্লির মুখ্যমন্ত্রীর বিষয়ে সমস্ত তথ্য ফাঁসের হুমকি দিলেন জেলবন্দি কনম্যান।
২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে শুধু গ্রেফতার হওয়ার পরেই নয়, অতীতে একাধিকবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন সুকেশ।
দিল্লির তিহাড় জেলে এখন বন্দি সুকেশ। তাঁর বিরুদ্ধে ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। জ্যাকলিন ছাড়াও বলিউডের আরও অভিনেত্রীর সঙ্গে সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে। আদালত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে কৌতুক সুরে জেলে স্বাগত জানান সুকেশ। বলেন, 'ওয়েলকাম টু তিহার জেল।'
শনিবার প্রেস বিবৃতি জারি করেন সুকেশ। কেজরিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বললেন, 'আমি ওঁকে ফাঁস করব। কেজরিওয়াল এবং তাঁর দলের বিরুদ্ধে সাক্ষী দেব আমি। তিনি যাতে সাজা পান তা নিশ্চিত করব'।
বিবৃতিতে সুকেশ লিখেছেন, কেজরিওয়ালই হলেন দিল্লির আবগারি দুর্নীতির মূলচক্রী। এমনকি সুকেশের আরও দাবি, সম্প্রতি এই একই মামলায় গ্রেফতার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতাকে তিহাড়ে বিলাসবহুলভাবে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন কেজরী। বেশ সিনেমার কায়দায় তাঁর বক্তব্য,‘‘ফিল্ম অভি বাকি হ্যায়। আপনি যতই চেষ্টা করুন না কেন, এখন খেল খতম। তিহাড়ে নিজের ভাই-বোনেদের কাছে চলে আসুন।’’
কেজরীওয়ালের বিরুদ্ধে ইডির অভিযোগ, দিল্লির আবগারি দুর্নীতিতে প্রায় ৬০০ কোটি টাকা নয়ছয় হয়েছে। যার মূলচক্রী হলেন কেজরিওয়াল। যদিও গ্রেফতার হওয়ার পর কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। কিন্তু সুকেশ নিজেই যেহেতু আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত, তাই কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর সাক্ষী দেওয়াকে কতটা বিশ্বাসযোগ্য মনে করা হবে তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে।