ঘটনার সময়ের ছবি
শেষ আপডেট: 7 December 2024 06:27
দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের শেড থেকে ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি শুক্রবারের উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনে। ইঞ্জিন থেকে দ্রুত আগুন লেগে যায় ওই ব্যক্তির শরীরে। স্টেশন ভর্তি লোকের সামনেই জীবন্ত পুড়ে মারা যান ওই ব্যক্তি। এখনও মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
জানা যাচ্ছে ঝাঁসি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যখন ১২৭৮০ হজরত নিজামুদ্দিন-ভাস্কো দা গামা ট্রেন ঢুকছিল, তখনই টিনের শেড থেকে ওই ট্রেনেরই ইঞ্জিনের ওপর ঝাঁপ দেন ওই ব্যক্তি।
খবর এই যে, ইঞ্জিনের ওভারহেড বৈদ্যুতিক অংশের কাছাকাছি আসতেই ছোটখাটো একটা বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় ওই ব্যক্তির দেহে। জীবন্ত অবস্থাতেই দ্বগ্ধ হয়ে মারা যান তিনি। ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে রেল পুলিশ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ওভারহেড তারের বৈদ্যুতিন ব্যবস্থা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অগ্নিদ্বগ্ধ দেহটি ইঞ্জিনের উপর থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রায় ৪৫ মিনিট স্টেশনেই দাঁড়িয়েছিল ট্রেনটি।
রেল পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ দ্বগ্ধ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি, তাই নাম-পরিচয় কিছুই জানতে পারা যায়নি। শুধু এটুকু মনে করা হচ্ছে মৃতের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।