শেষ আপডেট: 13th March 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: আগেই খাবারে (Food) মিলেছিল পোকা। এবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে ব্লেড (Blade) ! এমনই অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা। হায়দরাবাদের ওসমানিয়া (Hyderabad’s Osmania University) গোদাবরী ছাত্রাবাসের ( Godavari Hostel) ঘটনা।
পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সুরক্ষা নিয়ে একেবারেই চিন্তা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আগে খাবারে পাওয়া গিয়েছিল পোকা। বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তবে এবার খাবারের মধ্যেই মিলেছে ব্লেড। ঘটনার পর থেকে রীতিমতো নিরাপত্তার ওভাবে পড়ুয়ারা ভুগছেন বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে খাবারে ব্লেড মিলতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগানও দেয়।
পড়ুয়াদের অভিযোগ, মাস গেলে তিন হাজার টাকা দিতে হয়। হরেক রকমের খাবার তো চাই না, অন্তত ভাত-ডাল আর একটা সবজি ঠিকঠাক দিক। সেটাও জুটছে না।
তাঁদের আরও অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে বসতে হবে! নাহলেই পেটে চলে যেতে পারে উল্টোপাল্টা কিছু। এবার তরকারি থেকে ব্লেড মিলতেই অশান্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়। বুধবার রাতভর চলে বিক্ষোভ।
ঘটনার পরই উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। তবে এই ঘটনা প্রথম নয়। দু'দিন আগেই বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। তার কয়েকদিন আগেও খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। বারবার অভিযোগ জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি।
গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। অভিযোগ ছিল, খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন প্রায় ১০ জন ছাত্রী।