ঘটনার সময়ের ছবি
শেষ আপডেট: 9th December 2024 19:11
দ্য ওয়াল ব্যুরো: রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে একটি বাড়ির প্রথম তলার রেস্তোরাঁয় আগুন লেগে যায়। আর তাতেই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রাণ বাঁচাতে রেস্তোরাঁর ভেতরে থাকা সকলে ওই বাড়ির ছাদ থেকে পাশের ছাদে লাফ দিয়ে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। পেছনে তখন আগুনের লেলিহান শিখা। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোমবার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বীভৎসভাবে এই আগুন কী করে লাগল তা অবশ্য এখনও জানা যায়নি। শেষ পাওয়া খবর এই যে, আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে তার জন্য গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
राजौरी गार्डन के पास रेस्टोरेंट में आग!
— Deepak Khatri (@Deepakkhatri812) December 9, 2024
लोग जान बचाने के लिए खिड़कियों से कूद रहे हैं। फायर सेफ्टी पर सरकार की लापरवाही क्यों?
दिल्ली में हर बार हादसे के बाद जागती है सरकार!
#FireSafety #RajouriGarden pic.twitter.com/zb1wuz0d0F
দিল্লির দমকল প্রধান অতুল গর্গ জানিয়েছেন, 'বেলা ২টো নাগাদ আমরা রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন পাঠানো হয়।'
দিল্লি পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে যে, বাড়িটির নীচতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। জঙ্গল জাম্বোরি নামে একটা রেস্তোরাঁ (যা বন্ধ ছিল), এবং এমএএসি রাজৌরি নামে একটি ইনস্টিটিউট রয়েছে।' যা খবর এখনও কোনও হতাহতের খবর নেই।