শেষ আপডেট: 6th December 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের ছতরপুরে ছাত্রের হাতে খুন শিক্ষক। স্কুলে ঢুকে প্রধান শিক্ষকদের গুলি করে খুন করে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই স্কুলে। খুনের পর শিক্ষকের বাইক নিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত।
৫৫ বছর বয়সী সুরেন্দ্র কুমার সাক্সেনা ধামোরা গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পাঁচ বছর ধরে ওই স্কুলে এই পদে রয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রধান শিক্ষকের পিছু নিয়ে স্কুলের বাথরুম পর্যন্ত যায়। সেখানে গিয়ে তাঁর মাথায় গুলি করে। গুলি চলার আওয়াজে স্কুলের বাকি শিক্ষক ও কর্মচারীরা প্রধান শিক্ষকের ঘরে গিয়ে কাউকে দেখতে পায়নি। তারপরই বাথরুমে গিয়ে দেখে রক্তে ভেসে যাচ্ছে মেঝে। সেখানেই লুটিয়ে পড়ে আছে সুরেন্দ্র কুমারের দেহ।
জানা গিয়েছে, বাইক নিয়ে স্কুলে যেতেন ওই প্রধান শিক্ষক। খুনের পর তাঁরই বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয় ওই ছাত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার সঙ্গে আরও এক ছাত্রও ওই সময়ে বাইকে করে এলাকা ছাড়ে। পুলিশ সুপার জানিয়েছেন, ওই দুই ছাত্র ঢিলাপুর গ্রামের বাসিন্দা। দুজনের নামেই স্কুলে বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে।
ওই প্রধান শিক্ষকের পরিবারের অনুমান, আগে থেকেই এই খুনের ছক কষেছিল অভিযুক্ত। শিক্ষকের ভাই রাজেন্দ্র সাক্সেনা জানান, অন্যায়ভাবে কিছু অনৈতিক কাজের জন্য কিছু ছাত্র চাপ দিচ্ছিল ওই তাঁর দাদাকে। তিনি মনে করছেন, সেই সূত্রেই এই খুন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে স্কুলের ও স্কুল চত্বরের সিসিটিভি ফুটেজ। স্কুলের কর্মচারী ও বাকি শিক্ষকদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা।