শেষ আপডেট: 14th November 2024 23:38
দ্য ওয়াল ব্যুরো: ৪০০ পার। ভারতের রাজধানী দিল্লির দূষণের হাল এমনই। এয়ার কোয়ালিটি ইনডেক্স দুঃস্বপ্ন দেখাচ্ছে সাধারণ মানুষকে। সরকারেরও নাজেহাল অবস্থা। ঠিক কী করলে এই দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা এখনও বোঝা যাচ্ছে না। যদিও ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে প্রশাসন। দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা।
দূষণের প্রকোপে দিল্লি ছাড়াও রয়েছে নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৮০০ মিটারে দাঁড়িয়েছে! তার জন্য স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে যান, বিমান চলাচল। এই কারণেই মূলত বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দিল্লিতে দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে 'গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩'। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশিকা মেনে চলতে হবে। সরকারের সবথেকে বড় সিদ্ধান্ত, প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন!
যে হারে দূষণ বাড়ছে তাতে সবথেকে বেশি শিশুদের ওপর প্রভাব পড়ার আশঙ্কা। তাই শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন চলবে। একই সঙ্গে বলা হয়েছে, এখনই প্রয়োজন নেই, এমন নির্মাণ কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজে ছাড় রয়েছে।
পাশাপাশি বিএস ৩-এর নীচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল নিষিদ্ধ। নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলও। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে যা রিপোর্ট তাতে স্পষ্ট বলা যায়, দিল্লির অবস্থা ভয়াবহ। তাই এইসব পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পুরো চেষ্টা করছে সরকার।
রাজধানীর দূষণ নিয়ে সমীক্ষায় ইতিমধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গেছে, প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন এই বিষাক্ত দূষণের শিকার। ক্রমবর্ধমান দূষণের কারণে গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা দিচ্ছে। সমীক্ষকদের দাবি, দিল্লিতে যে হারে দূষণ বেড়েছে তা সরাসরি জনগণের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে।