শেষ আপডেট: 29th January 2025 09:54
দ্য ওয়াল ব্যুরো: 'মৌনী অমাবস্যার' 'অমৃত স্নানের' আগে মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের ত্রিবেণী সংগমে পদপিষ্টেরপরিস্থিতি তৈরি হল। ঘটনায় বহু পূণ্যার্থী আহত হন, অনেকে আবার ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।
অসমর্থিত সূত্রের দাবি, কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ঘটনার জেরে সে সময় অমৃত স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আহতদের ভর্তি করা হয় মেলা প্রাঙ্গনের হাসপাতালেই। প্রায় ৩০ জন মহিলা আহত হয়েছে। প্রশাসনের একটি অংশের দাবি, বিপুল ভিড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মহাকুম্ভ মেলায় ঠিক কী হয়েছে, কী পদক্ষেপ করা হচ্ছে, সেইসব বিষয়ে খোঁজ নিতে রাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Maha Kumbh 2025: #STAMPEDE breaks out ahead of 'Amrit Snan' on 'Mauni Amavasya', casualties feared#MahaKumbhMela2025 #MauniAmavasya #महाकुम्भ_अमृत_स्नान #भगदड़ #मौनी_अमावस्या pic.twitter.com/nFIs4p4btk
— VARNIT GUPTA (@varnit_news) January 29, 2025
মৌনী অমাবস্যাকে কেন্দ্র করে কুম্ভমেলায় ভিড় হয়েই থাকে। তারওপর এবারে মহাকুম্ভ মেলায় ১৪৪ বছরে বিরল 'ত্রিবেণী যোগ' পড়েছে। ফে অমৃত স্নান করতে গভীর রাতে আচমকা হুড়োহুড়ি পড়ে যায়। জানা যাচ্ছে, রাত আড়াইটে নাগাদ পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। তাতে জখম হন একাধিক মহিলা।
ঘটনার জেরে অমৃতস্নান শুরুর ক্ষেত্রে কিছুটা দেরি হয়। মেলা কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, আপাতত আখড়াগুলির স্নান স্থগিত রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ভিড় সামলাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী।