শেষ আপডেট: 27th October 2024 11:46
দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার দেওয়ালি। সেই উপলক্ষে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে এসে পদপিষ্টের শিকার হলেন একাংশ যাত্রী।
রবিবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে। রেল সূত্রের খবর, এদিন ভোর ৫টা ৫৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে বান্দ্রা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। ঘটনায় ৯ জন গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক।
রেল সূত্রের খবর, আহতেরা সকলেই গোরক্ষপুরের বাসিন্দা। এরা হলেন, রবীন্দ্র প্রজাপতি, সঞ্জয় কাঙ্গে, দিবাংশু যাদব, মহম্মদ শরীফ শেখ, নূর মহম্মদ শেখ, ইন্দ্রজিৎ সাহানি, সাবির আব্দুল রহমান, পরমেশ্বর গুপ্তা, রবীন্দ্র চুমা।
জানা যাচ্ছে, এদিন সকালে বান্দ্রা-গোরক্ষপুর এক্সপ্রেস যখন ১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল তখন সেখানে প্রচুর যাত্রী উপস্থিত ছিলেন। রেলের দাবি, অনেকেই অসংরক্ষিত কামরায় ওঠার চেষ্টা করেন। হুড়োহুড়ি থেকে ধাক্কাধাক্কি শুরু হয় যাত্রীদের মধ্যে। তাতেই পড়ে গিয়ে পদপিষ্টের শিকার হন অন্তত ৯ জন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ট্রেন ধরার জন্য যাত্রীদের হুড়োহুড়ির মধ্যে কয়েকজনকে পড়ে যেতে। সঙ্গে সঙ্গে উদ্ধারে হাত লাগান রেল কর্মীরা। স্ট্রেচারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রেল কর্মীদের। তবে গোটা ঘটনায় রেলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীদের অনেকে। যদিও এ ব্যাপারে রেল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।