শেষ আপডেট: 12th August 2024 09:25
দ্য ওয়াল ব্যুরো: বিহারের জাহানাবাদের সিদ্ধেশ্বর মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে সাত জন নিহত হয়েছেন। আহত বহু। তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনাটি রবিবার রাতের। শিবের মাথায় জল ঢালতে মন্দিরের বাইরে ভক্তদের বিশাল ভিড় ছিল। তাদের অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন। প্রশাসনের দাবি, সারাদিন সুশৃঙ্খলভবে লাইনে দাঁড়িয়ে মানুষ শিবের মাথায় জল ঢেলেছেন। সন্ধ্যার পর লাইনে দাঁড়ানো লোকজনও অধৈর্য হয়ে পড়লে হুড়োহুড়ি শুরু করে দেন। তখনই ভক্তদের কয়েকজন পড়ে যান। পদপিষ্ট হয়ে মারা যান সাতজন।
মধ্য বিহারের এই মন্দিরটিতে প্রতি বছর শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে প্রচুর মানুষ ভিড় করে থাকেন। প্রশাসনের দাবি, উত্তর প্রদেশের হাতরাশের হালের ঘটনার প্রেক্ষিতে এবার সিদ্ধেশ্বর মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও পরিস্থিতি শেষ মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনেক মানুষের বাড়ি ফেরা, ট্রেন, বাস ধরার তাড়া ছিল। তারা লাইন ভেঙে জল ঢালার চেষ্টা করতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রসঙ্গত, গত ১ শ্রাবণ হাতরাশে এক গুরুদেব দর্শনে হুড়োহুড়ি থেকে পদপৃষ্ট হয়ে ১২০ জন মারা যান।