এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের জানলার এক পাশে ফ্রেমটি প্রায় খুলে পড়ছে।
ফাইল ছবি
শেষ আপডেট: 3 July 2025 02:16
দ্য ওয়াল ব্যুরো: আমেদাবাদের বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) রেশ এখনও রয়ে গেছে দেশবাসীর মনে। কিন্তু সেই ঘটনাও বিমান সংক্রান্ত নিরাপত্তায় জোর আনতে পারেনি। আমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Air India)। তারপরও লাগাতার এই সংস্থার বিমানে ত্রুটি দেখা গেছে। এটি ছাড়াও ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথা সামনে এসেছে একাধিকবার। এবার তালিকায় নাম জুড়ল স্পাইসজেটের (Spicejet)।
মাঝ আকাশে আচমকাই খুলে গেল স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম (Window Frame)! এই কারণে যাত্রীদের মধ্যে ছড়ায় চরম আতঙ্ক। কিন্তু স্বস্তির খবর, শেষ পর্যন্ত কোনও বিপর্যয় ঘটেনি। নিরাপদে পুনে বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান।
ঘটনাটি ঘটেছে SG1080 নম্বরের স্পাইসজেট ফ্লাইটে, যা গোয়া থেকে রওনা হয়েছিল পুনের উদ্দেশে (Goa to Pune)। মঙ্গলবার এই উড়ানে জানলার একটি ফ্রেম ঢিলে হয়ে পড়ে যায়। এক যাত্রী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিমানের জানলার এক পাশে ফ্রেমটি প্রায় খুলে পড়ছে।
বিমান সংস্থা জানিয়েছে, জানলার যে অংশটি খুলে গিয়েছিল তা কাঠামোগত কোনও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নয়, বরং একটি “কসমেটিক ট্রিম”—ছায়া রোধে ব্যবহার করা হয় এমন একটি অতিরিক্ত আবরণমাত্র। যাত্রীদের নিরাপত্তার উপর তার কোনও প্রভাব পড়েনি বলেই জানানো হয়েছে।
এক বিবৃতিতে বিমান সংস্থা জানায়, “স্পাইসজেটের Q400 মডেলের একটিতে জানলার উপরের একটি কসমেটিক ট্রিম ফ্রেম ঢিলে হয়ে গেছিল এবং পরে খুলে যায়। তবে এটি বিমানের গঠনগত কোনও গুরুত্বপূর্ণ অংশ নয়। শুধুমাত্র জানলার ছায়া প্রতিরোধে ব্যবহৃত হয়। বিমানের সুরক্ষা বা গঠনের ওপর কোনও প্রভাব পড়েনি।”
বিমান সংস্থা আরও জানিয়েছে, “উড়ানের সময় কেবিন প্রেসারাইজেশন একেবারেই স্বাভাবিক ছিল। যাত্রীদের নিরাপত্তা নিয়ে কোনও আপস হয়নি।” এও জানান হয়, পুনেতে বিমানটি নিরাপদে নামার পর সংশ্লিষ্ট জানলার ফ্রেমটি মেরামত করে দেওয়া হয়।
যদিও বিমানের সুরক্ষাগত ঝুঁকি না থাকলেও, মাঝআকাশে হঠাৎ এমন একটি ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল বলে জানা গেছে। ভিডিওতে দেখা যাত্রীদের উদ্বিগ্ন মুখ। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্পাইসজেট।