শেষ আপডেট: 29th September 2024 17:45
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে পুলিশের এক কনস্টেবলকে পিষে মারল গাড়ি। শনিবার মাঝ রাতে নাকাতল্লাশি চালানোর সময় নাংলোই এলাকায় এই ঘটনাটি ঘটে।
ডিউটিতে থাকা পুলিশের একটি দল ওই কনস্টেবলকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এক অবৈধ মদকারবারির বিরুদ্ধে পিষে মারার অভিযোগ উঠেছে। যদিও চালক এখনও পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
গাড়ির গতি ছিল বেপরোয়া। আস্তে চালাতে বলাই কাল হল দিল্লি পুলিশের কনস্টেবল সন্দীপের। ধাক্কা মারা পর আরও ১০ মিটার দূরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ওই কনস্টেবলকে। গোটা ঘটনাটি সিসিক্যামেরার ফুটেজে ধরা পড়েছে।
A Delhi Police constable died after being hit and dragged by a car for 10 m in Outer Delhi in an alleged case of road rage on Saturday night. CCTV footage of the incident. pic.twitter.com/kJokw0CfcT
— Mahender Singh Manral (@mahendermanral) September 29, 2024
দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় প্রায়ই চুরি, ডাকাতির ঘটনা ঘটছিল। সেই জন্যই দিল্লি পুলিশের একটি দল মাঝরাতে নাকাতল্লাশি চালাচ্ছিল। সন্দীপও সেই দলেই ছিলেন।
এমন সময় দ্রুত বেগে একটি বেপরোয়া গাড়ি ছুটে আসে। বাইকে ছিলেন কনস্টেবল সন্দীপ। গতি আস্তে করতে বলা হলে তখনই চার চাকা গাড়িটি গার্ডরেল ভেঙে তাঁর বাইকে ধাক্কা মারে। এবং সন্দীপকে পিষে দেয়। এর পরপরই গাড়ি ফেলে চম্পট দেন চালক।
সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বর দেখে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, গাড়ির মালিককে চিহ্নিত করা গেছে। তাঁর বিরুদ্ধে অবৈধ মদ কারবারের অভিযোগও আছে। তাঁকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশের একটি দল।