বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপির মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।
অজিত পাওয়ার-শরদ পাওয়ার
শেষ আপডেট: 13 May 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় মহারাষ্ট্রের রাজনীতির (Maharastra Politics) কাকা-ভাইপো। গত চারদিনে দু'বার এক মঞ্চে দেখা গেল কাকা শরদ (Sharad Pawar) ও ভাইপো অজিতকে (Ajit Pawar)।
বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপি (NCP)-র মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।
মহারাষ্ট্রে সামনেই পুরসভার ভোট (Civic Election)। সেই ভোটের লড়াই শুরুর আগে এনসিপির দুই দল মিলে গেলে রাজ্য রাজনীতির অনেক অঙ্ক উল্টে যাবে। কংগ্রেসের একাংশ ফের এনসিপি মুখী হতে পারে। এছাড়া চাপে পড়বে সরকারের বড় শরিক বিজেপি ও মেজো শরিক শিবসেনা। দুই এনসিপি মিশে গেলে বিধানসভায় তাদের আসন সংখ্যা শিবসেনাকে ছাপিয়ে যাবে। সেটা বিজেপি র জন্য ভাল নয়। আবার একনাথ শিন্ডের শিবসেনার কথায় কথায় বিরোধিতায় লাগাম পড়বে, মনে করছে রাজনৈতিক মহল।
দু বছর আগে কাকা ভাইপোর বিচ্ছেদ ছিল মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ঘটনা। এনসিপির একাংশকে নিয়ে বেরিয়ে যান অজিত। নির্বাচন কমিশন তাঁর শিবিরকেই মূল এনসিপি হিসাবে মেনে নেয়। শরদের দলের নাম হয় এনসিপি (শরদ)। গত বছর বিধানসভা ভোটে বিজেপি জোটের শরিক অজিতের এনসিপি ভাল ফল করার পর থেকেই দুই শিবিরে মিশে যাওয়ার প্রস্তাব সামনে আসে। অল্পদিনের মধ্যে দুই দল মিশে যাবে বলে খবর।