Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মহেশতলায় গন্ডগোল, সরানো হল রবীন্দ্রনগরের আইসিকে, পুলিশ বলছে রুটিন বদলিইরানের হামলার মুখে বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, ত্রস্ত তেল আভিভ ঘাটালের মূল সমস্যা মেয়ে পালানো, বউ পালানো! কীভাবে রোখা যাবে- সচেতনতার 'পাঠ' নিলেন ওসিইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররাউত্তরের রেলযাত্রীদের জন্য সুখবর! শনিবার পথচলা শুরু জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসেরযুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানেরওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'
Maharastra Politics

চারদিনে এক মঞ্চে দু'বার শরদ-অজিত, দুই এনসিপি'র মিশে যাওয়ার জল্পনা মহারাষ্ট্রে

বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপির মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।

চারদিনে এক মঞ্চে দু'বার শরদ-অজিত, দুই এনসিপি'র মিশে যাওয়ার জল্পনা মহারাষ্ট্রে

অজিত পাওয়ার-শরদ পাওয়ার

শেষ আপডেট: 13 May 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: ফের আলোচনায় মহারাষ্ট্রের রাজনীতির (Maharastra Politics) কাকা-ভাইপো। গত চারদিনে দু'বার এক মঞ্চে দেখা গেল কাকা শরদ (Sharad Pawar) ও ভাইপো অজিতকে (Ajit Pawar)।

বিগত কয়েকমাস ধরেই দুই এনসিপি (NCP)-র মিশে যাওয়া নিয়ে আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল। জানা যাচ্ছে দুই দলের নীচুতলায় বোঝাপড়া গড়ে তুলতেই শরদ ও অজিত এক মঞ্চে হাজির হচ্ছেন।

মহারাষ্ট্রে সামনেই পুরসভার ভোট (Civic Election)। সেই ভোটের লড়াই শুরুর আগে এনসিপির দুই দল মিলে গেলে রাজ্য রাজনীতির অনেক অঙ্ক উল্টে যাবে। কংগ্রেসের একাংশ ফের এনসিপি মুখী হতে পারে। এছাড়া চাপে পড়বে সরকারের বড় শরিক বিজেপি ও মেজো শরিক শিবসেনা। দুই এনসিপি মিশে গেলে বিধানসভায় তাদের আসন সংখ্যা শিবসেনাকে ছাপিয়ে যাবে। সেটা বিজেপি র জন্য ভাল নয়। আবার একনাথ শিন্ডের শিবসেনার কথায় কথায় বিরোধিতায় লাগাম পড়বে, মনে করছে রাজনৈতিক মহল।

দু বছর আগে কাকা ভাইপোর বিচ্ছেদ ছিল মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ঘটনা। এনসিপির একাংশকে নিয়ে বেরিয়ে যান অজিত। নির্বাচন কমিশন তাঁর শিবিরকেই মূল এনসিপি হিসাবে মেনে নেয়। শরদের দলের নাম হয় এনসিপি (শরদ)। গত বছর বিধানসভা ভোটে বিজেপি জোটের শরিক অজিতের এনসিপি ভাল ফল করার পর থেকেই দুই শিবিরে মিশে যাওয়ার প্রস্তাব সামনে আসে। অল্পদিনের মধ্যে দুই দল মিশে যাবে বলে খবর।


ভিডিও স্টোরি