শেষ আপডেট: 11th January 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো: শনিবার অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রথম বর্ষ পূর্তি উদযাপন। ইতিমধ্যেই বিশেষ পুজো শুরু হয়েছে ধুমধাম করে। পুরোহিতরা দুধ, দই, ঘি, মধু দিয়ে 'পঞ্চামৃত অভিষেক' করিয়েছেন রামলালার। তারপর গঙ্গাজলে রামের মূর্তিকে স্নান করানো হয়েছে। এরপর কমপক্ষে ৫ হাজার ভক্তকে রাম-কথা শোনানোর ব্যবস্থাও করা হয়েছে অযোধ্যায়।
সকালে শুক্ল যজুর্বেদ থেকে অগ্নিহোত্র মন্ত্রোচ্চারণ হয়েছে মন্দিরে। দুপুর ২-৫টা পর্যন্ত ফের সেই অনুষ্ঠান হবে। এরপরেই ৬ লক্ষ বার শ্রীরাম মন্ত্রোচ্চারণ হবে। তারসঙ্গেই পাঠ করা হবে রামরক্ষা স্তোত্র ও হনুমান চালিশা। মন্দিরের একতলায় দুপুর ৩-৫টা পর্যন্ত চলবে রাগসেবা। ৬টা থেকে শুরু হবে ভজন-কীর্তন অনুষ্ঠান। ভক্তদের জন্য ভোগের ব্যবস্থাও করা হয়েছে।
রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, রামলালার জন্য ৫৬ রকমের ভোগ তৈরি করা হয়েছে। তাঁকে ভোগদান করার প্রক্রিয়া সম্পন্ন হলেই সেই ভোগ ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গতবছর ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়ে রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা করেন। কিন্তু, এবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রথম বর্ষপূর্তি সমারোহ পালন করছে এদিন হিন্দু তিথিনক্ষত্র মেনে। কারণ, গতবছর প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শুক্ল দ্বাদশীতে। যাকে কূর্ম দ্বাদশীও বলে। এ বছর এই তিথিটি পড়েছে ১১ জানুয়ারি। সেই কারণে আজই অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার বার্ষিক উৎসব চলছে।
এই উৎসব উপলক্ষে আরও নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। বিশেষ করে লক্ষ লক্ষ পুণ্যার্থী রামলালার পুজো দিতে ভিড় করেছেন অযোধ্যায়। কোথাও তিল ধারণের জায়গা নেই। তবে সম্প্রতি তিরুপতিতে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে তার জেরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে অযোধ্যায়। পুলিশি নিরাপত্তা বাড়ানো থেকে শুরু করে ভিড় সামলাতে অন্য একাধিক পন্থা নেওয়া হয়েছে।