শেষ আপডেট: 2nd July 2024 11:11
দ্য ওয়াল ব্যুরো: বিদেশে পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য নয়া পরোয়ানা জারি করল মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১৮০ কোটি ঋণ নিয়ে শোধ না দেওয়ার অভিযোগে এই জামিন অযোগ্য পরোয়ানা জারি করল সিবিআই আদালত।
এই জামিন অযোগ্য পরোয়ানাটি জারি করা হয় গত ২৯ জুন। কিন্তু, সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক এসপি নায়েক নিম্বলকরের জারি করা এই পরোয়ানার বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার রাতে।
পরোয়ানায় সিবিআই বলেছে, কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্তা বিজয় মাল্য ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রায়ত্ত ওভারসিজ ব্যাঙ্ক থেকে ১৮০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। যার ফলে সরকারের বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হয়েছে। উল্লেখ্য, ভারত ছেড়ে পালিয়ে লন্ডনে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগে ইডি-র মামলা চলছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে বিজয় মাল্যকে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
৬৮ বছরের ফেরার ব্যবসায়ীকে পরোয়ানা জারি যুক্তিতে সিবিআই বলেছে, উনি যেহেতু পালিয়ে বেড়াচ্ছেন সেহেতু বিজয় মাল্যর বিরুদ্ধে খোলা নন বেলেবল ওয়ারেন্ট জারি করা যেতে পারে। মদ ব্যবসা সাম্রাজ্যের কোটি কোটিপতি ব্যবসায়ীকে হাতে পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। কিন্তু, বারবারই তিনি বিদেশি আদালতে ছাড় পেয়ে যাচ্ছেন।
সিবিআইয়ের অভিযোগ, মাল্য অসততার এবং প্রতারণার উদ্দেশ্যেই ঋণ নিয়েছিলেন। মোট ঋণের থেকে ৩৮.৩০ কোটি টাকার ঋণকে শেয়ারে রূপ বদল করেছিলেন। পলাতক বলে বিজয় মাল্যকে ফেরার বলা যায়। যিনি বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন।