শেষ আপডেট: 8th January 2025 22:57
দ্য ওয়াল ব্যুরো: তিরুপতিতে পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। তিরুপতির বিষ্ণু নিবাসমে বৈকুন্ঠদ্বার সর্বদর্শনমের টোকেন দেওয়া হচ্ছিল বুধবার সন্ধেয়। সেখানেই এই দুর্ঘটনা হয়।
পুজোর দেওয়ার ওই টোকেন নিয়ে বহু মানুষের জমায়েত হয় বুধবার। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন তিন জন। জখম হন আরও চার জন। মৃতদের মধ্যে একজম তামিলনাড়ুর বাসিন্দা। বাকিরা কোথা থেকে এসেছিলেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, জখম চার জনকে স্থানীয় রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সন্ধেতেও ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাঁরা ভিড় নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু হঠাৎই হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্ট হন তিন জন।