Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কেদারনাথ যাত্রার পথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, ৭ জনের মৃত্যুর আশঙ্কাতেহরানে প্রতিরক্ষা মন্ত্রকে বিমান হামলার দায় স্বীকার ইসরায়েলের, পাল্টা আঘাতে মৃত ৬বিমান আছড়ে পড়ার যে ভিডিও ভাইরাল, তার পিছনে ১৭ বছরের এক কিশোর, মানসিকভাবে ভেঙে পড়েছে সেSSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়
Soldier Death In Kishtwar

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক জওয়ান, দু'তরফে এখনও চলছে গুলিবর্ষণ

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক ভারতীয় জওয়ান (Indian Army Death)। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গিও। কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার (Encounter) চলছে।

কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক জওয়ান, দু'তরফে এখনও চলছে গুলিবর্ষণ

কিস্তওয়ারের সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার চলছে।

শেষ আপডেট: 22 May 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: কিস্তওয়ারে জঙ্গিদমন অভিযানে শহিদ এক ভারতীয় জওয়ান (Indian Army Death)। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গিও। কিস্তওয়ারের (Kishtwar) সিংপোরা ছাত্রু এলাকায় এখনও এনকাউন্টার (Encounter) চলছে।

হোয়াইট নাইট কর্পস-এর তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে বলা হয়েছে, "চলমান অভিযানে দুই তরফের বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। একজন জওয়ান গুলিবর্ষণে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সবরকম ভাবে চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। অভিযান এখনও চলছে।"

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে প্যারা এসএফ, সেনার ১১ আরআর, অসম রাইফেলস এবং এসওজি। 'অপারেশন ত্রাসী' নামক ওই অভিযানে গুলি পালটা গুলিতে নিহত হয় দুই জঙ্গি। এখনও ওই এলাকায় ২-৩জন সন্ত্রাসী আটকা পড়ে আছে বলে জানা গেছে।

দক্ষিণ কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হওয়ার এক সপ্তাহ পর কিস্তওয়ারে এমন সংঘর্ষের ঘটনা ঘটল। ১৩ মে সোপিয়ানের কেল্লার এলাকায় এবং ১৫ মে পুলওয়ামার ত্রালের নাদার এলাকাতেও সংঘর্ষের ঘটনা ঘটে।

পহেলগামে জঙ্গি হামলা পর থেকেই ভূস্বর্গে জঙ্গি নিকেশে একের পর এক অভিযান চালাচ্ছে সেনা। 'জিরো টলারেন্স' নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে কিস্তওয়ারে 'অপারেশন ত্রাসী' চালানো হয়। এখনও এই অভিযান অব্যাহত রয়েছে বলেই খবর।

একই সঙ্গে পহেলগাম কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। যদিও এখনও পর্যন্ত হদিশ মেলেনি তাদের।


ভিডিও স্টোরি