শেষ আপডেট: 11th April 2025 20:09
দ্য ওয়াল ব্যুরো: বাথরুমে বান্ধবী, হোটেল রুমে আত্মঘাতী ইঞ্জিনিয়র। ঘটনা উত্তরপ্রদেশের নয়ডার।
মৃত সফটওয়্যার ইঞ্জিনিয়রের নাম উমেশ কুমার। উত্তরপ্রদেশের হাথরাস জেলার বাসিন্দা, থাকতেন আওয়াস বিকাশ কলোনিতে। বৃহস্পতিবার তিনি তাঁর এক মহিলা বন্ধুর সঙ্গে নয়ডার সেক্টর-২৭–র ওয়ামসন হোটেলে চেক-ইন করেন। মথুরার বাসিন্দা ওই মহিলা পুলিশকে ঘটনার পর জানিয়েছেন, বাথরুম থেকে বেরনোর পর তিনি উমেশকে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যা দেখে রীতিমতো হকচকিয়ে চিৎকার করে ওঠেন।
মহিলার চিৎকারে ছুটে যান হোটেল কর্মীরা। হোটেলের ওই রুমে তাঁদের সঙ্গে একটি কুকুরও ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যার আগে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জেরেই এমন চূড়ান্ত পদক্ষেপ করে থাকতে পারেন উমেশ বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে নয়ডার কোতওয়ালি সেক্টর-২০ থানার পুলিশ। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, উমেশ কুমার বিবাহিত ছিলেন। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল এবং তাঁরা আলাদা থাকতেন। এমনকি, উমেশ ও তাঁর স্ত্রী পরস্পরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলাও সম্প্রতি দায়ের করেছিলেন।
এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। হোটেলের বাকি লোকজনের সঙ্গেও কথা বলছেন আধিকারিকরা।