শেষ আপডেট: 7th October 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: আশ্বিনের রোদ-বৃষ্টির লুকোচুরির ফাঁকে যখন বাংলায় শারদীয়া উৎসবের ডমরু বেজে উঠেছে, তখন ভোটের উত্তাপের মধ্যেই তুষারপাত শুরু হয়ে গিয়েছে ভূস্বর্গে। যা স্বাভাবিকের তুলনায় আগেভাগে শীত পড়ার ইঙ্গিত। আসন্ন শীতে যাঁরা কাশ্মীরে গিয়ে বরফের গোলা ছোড়াছুড়ি করবেন বলে এখন থেকেই দিবাস্বপ্নে মশগুল, তাঁদের জন্য সুখবর বয়ে এনেছে প্রকৃতি।
শ্রীনগরের আরও উপরের দিকে গুলমার্গ ও সোনমার্গ এবং পহলগাঁও কাশ্মীরের অন্যতম পর্যটনস্থল। এই তিন জায়গা ছাড়াও একটু উচ্চ স্থানে তুষার পড়া শুরু হয়েছে। আবহাওয়াবিদ ও স্থানীয়দের মতে, অক্টোবরের গোড়াতেই তুষারপাতের অর্থ এবছর আগেভাগেই শীত নামতে পারে। বৃষ্টি ও তুষারপাতের জেরে একধাক্কায় ভোটের ফল প্রকাশের (৮ অক্টোবর) আগে তাপমাত্রা নেমে গিয়েছে উপত্যকায়।
রবিবার রাতে স্কি রিসর্ট গুলমার্গের আফারওয়াত, সোনমার্গ, সিংথান, রাজদান এবং পিরপাঞ্জাল রেঞ্জে হালকা তুষারপাত হয়। গুলমার্গ ও সোনমার্গ সফররত পর্যটকরা খুশিতে মাতোয়ারা হয়ে যান। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ফলে আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার তুষারপাত হল।