শেষ আপডেট: 23rd October 2024 12:09
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। একের পর এক দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এবার ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অঙ্কিত কুমার সিনহা নামে এক ব্যক্তি। অভিযোগ, গত সোমবার তাঁর বাবা-মা ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি টু টায়ারে চেপে গোয়া যাচ্ছিলেন। লোয়ার বার্থে সিট ছিল তাঁদের।
আচমকাই জানলার পর্দায় দেখা মেলে বিষাক্ত সাপের। সরীসৃপটি সামনে আসতেই ট্রেনের যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
ইতিমধ্যে অঙ্কিত কুমার নামে ওই ব্যক্তি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এক্স হ্যান্ডেলে ভিডিওটি ট্যাগ করে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Hi @IRCTCofficial @RailMinIndia Snake found in Train -17322 (Jasidih to Vasco De Gama) on berth on date of 21st Oct This complain is on behalf of my parents who are travelling in AC 2 Tier -(A2 31 , 33). Please take immediate action
— Ankit Kumar Sinha (@ankitkumar0168) October 21, 2024
I have attached Videos for reference. pic.twitter.com/h4Vbro8ZnN
বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই আরআরসিটিসি-র কর্মীরা এসি কোচে পৌঁছে যান। এরপর যাত্রীদের জন্য দেওয়া একটি সাদা চাদর পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলে। পরে সেটিকে বাইরে ফেলে দেওয়ায় স্বস্তি ফেরে যাত্রীদের।
রেলওয়ে সেবা দলের তরফে জানানো হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। বিষয়টি জানতে পেরেই প্রতিনিধিরা পৌঁছে সাপটিকে উদ্ধার করে। কিন্তু কোথা থেকে সেটি এল তা এখনও জানা যায়নি।