শেষ আপডেট: 16th March 2025 22:42
তিনি আরও বলেন, একবার স্কুল যাওয়ার পথে কাকাকে দেখে থমকে যান তিনি। কাকা অবাক হয়ে জিজ্ঞেস করেন, 'তুমি স্কুলে খালি পায়ে যাচ্ছো?' এরপর তাঁর কাকা তাঁকে একজোড়া সাদা ক্যানভাস জুতো কিনে দেন, যার দাম ছিল তখনকার দিনে ১০-১২ টাকা।
প্রথমবার জুতো পাওয়ার আনন্দ বেশিক্ষণ টেকেনি মোদীর, কারণ সাদা ক্যানভাস জুতো খুব দ্রুত ময়লা হয়ে যেত। তখনই মোদী নিজেই খুঁজে বের করেন এক সহজ সমাধান।
তিনি পডকাস্টে বলেন, 'স্কুল শেষে কিছুক্ষণ থেকে যেতাম। ক্লাসরুমে ঘুরে ঘুরে শিক্ষকদের ফেলে দেওয়া চক সংগ্রহ করতাম। সেগুলো বাড়িতে এনে জল মিশিয়ে পেস্ট বানাতাম, তারপর সেই পেস্ট দিয়ে জুতো পালিশ করতাম। এতে জুতো নতুনের মতো সাদা হয়ে যেত।'
শুধু জুতো নয়, পোশাকও ঠিকঠাক রাখার ব্যাপারেও ছোটবেলা থেকেই যত্নবান ছিলেন মোদী। তাঁর কথায়, 'আমি জানি না কীভাবে, তবে ছোট থেকেই পরিপাটি থাকার অভ্যাস গড়ে উঠেছিল। তখন আমাদের ঘরে ইস্ত্রি করার কোনও ব্যবস্থা ছিল না। তাই আমি এক পেতলের পাত্রে জল গরম করতাম, সেটা দিয়েই পোশাক চেপে চেপে ইস্ত্রি করতাম।'
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ছোটবেলার অভাব কখনও তাঁকে দুঃখ দেয়নি, বরং তিনি প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছেন। তিনি বলেন, 'আমরা কখনও নিজেদের গরিব মনে করিনি। কে কীভাবে জীবনযাপন করছে, তা নিয়ে চিন্তাও করিনি। বরং যা ছিল, সেটাই উপভোগ করতাম, কঠোর পরিশ্রম করতাম।'